মধুখালীতে বাস-কভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষ : শিশুসহ নিহত ২

 

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: মধুখালীতে বাস-কভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১ শিশুসহ দুজন নিহত হয়েছে। আহত হয়েছেন ২০ জন। নিহত শিশুর পরিচয় মিললেও অপরজনের পরিচয় গতকাল শেষ খবর পাওয়া পর্যন্ত মেলেনি। গতকাল মঙ্গলবার বেলা আনুমানিক ৪টায় ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পরীক্ষিতপুর এলাকায় কুষ্টিয়াগামী যাত্রীবাহী নিরাপদ পরিবহন (ঢাকা-মেট্রো-ব-০২-০১৯৪) কে  অপর দিক থেকে মাগুরা দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান (পাবনা-ড-১১-০০৭৪) ধাক্কাদিলে পরিবহনটি পাশের খাদে পড়ে যায়। এতে অয়ন নামে দেড় বছরের এক শিশু সন্তান ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। নিহত শিশু অয়ন বোয়ালমালী উপজেলার সোতাশি গ্রামের বিকাশ মালোর পুত্র। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহার নিহত অয়নের পরিবারকে ১০ হাজার টাকার অনুদান প্রদান করেন।

 

Leave a comment