৫০০, ১০০০ রুপির নোট নিষিদ্ধ করেছে ভারত

 

মাথাভাঙ্গা মনিটর: এক জরুরি ঘোষণায় ৫শ আর এক হাজার রুপির সব নোট নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত। সারাদেশের লোককে এসব নোট ব্যাংকে জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক ঘোষণায় বলেছেন, কালো টাকার বিস্তার ঠেকাতেই এ পদক্ষেপ। গতকাল মঙ্গলবার মধ্যরাত থেকেই এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। ঘোষণায় বলা হয়, আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে প্রত্যেককে ৫শ ও এক হাজার রুপীর সব নোট ব্যাংকে জমা দিতে হবে। শুধুমাত্র হাসপাতালগুলোতে যে রোগীরা ভর্তি আছেন তাদের ক্ষেত্রে আগামী তিনদিন এগুলো গ্রহণ করা হবে বলে ঘোষণায় বলা হয়।

 

Leave a comment