দামুড়হুদার হুদাপাড়া ও মদনা সীমান্তে আলোচনাসভা অনুষ্ঠিত

 

ভ্রাম্যমাণ সংবাদদাতা: সীমান্তে মাদক, চোরাচালান, তারকাঁটা, শিশু ও নারী পাচার রোধসহ দুদেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্যে  দামুড়হুদার হুদাপাড়া সীমান্তে বিজিবি-বিএসএফ’র মধ্যে ক্যাম্প পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার  সকাল ১০টায় ৯৪/৪ টি পিলারের নিকট এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবির পক্ষে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধীনস্থ হুদাপাড়া ক্যাম্পের  হাবিলদার মো: আলিমুজ্জামান ও বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ৮১ ব্যাটালিয়নে অধীনন্থ শিকরা ক্যাম্প কমান্ডার  এসআই টিকে ঘোষ।

আপরদিকে দামুড়হুদার মদনা সীমান্তের বিজিবির সদস্যদের ব্যবস্থাপনায় নারী, শিশুপাচার, বাল্যবিয়ে, চোরাচালানও তারকাঁটাসহ বিভিন্ন বিষয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ৪টার দিকে দামুড়হুদা উপজেলার বড়বলদিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে হাবিলদার মোজদার আলী সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন  ইউপি সদস্য সাইফুল ইসলামসহ বিভিন্ন পেশার মানুষ।