প্রথম মডেলিঙেই উৎসর চমক

স্টাফ রিপোর্টার: টেলি কমিনিকশনে ডিপ্লোমার পর বিসিএসে অধ্যায়নকালে মডেল হয়ে চমক সৃষ্টি করেছে উৎস। ওগো মোর প্রিয়া জেনে রাখো তুমি গানে নায়ক উৎসর সাথে হেরোইন হয়েছেন রেশমি। প্রথম ভিডিও মডেলিঙেই চমকে দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া উদীয়মান যুবক উৎস ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সাজিয়া কুল্লোর স্কুল শিক্ষক রবিউল হোসেনের ছেলে। মায়ের নাম খাইরাতুন নেছা কানন। এক প্রশ্নের জবাবে হাসানুল কবির উৎস বলেছেন, একান্ত শখের বসেই মডেলিং করা। ভালো কিছু করার ইচ্ছে তো থাকেই। লেখাপড়ার পাশাপাশি ঢাকায় অনেক কিছু করার সুযোগ আছে। প্রথম মডেলিঙে কিছুটা ত্রুটি থাকা স্বাভাবিক। ইউটিউবে utsho&resmi.ogomorpriyavideosong ভিজিট করলেই দেখা যাবে।

Leave a comment