গাংনীর বামন্দীতে জেএসসি পরীক্ষার্থীদের উত্ত্যক্ত : প্রতিবাদ করায় মেয়ের পিতাকে পেটাল বখাটেরা

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুরে মেয়ে উত্ত্যক্ত ঘটনার জেরে পিতাকে হত্যার দুইদিন পর এবার গাংনীর বামন্দীতে বখাটেরা পেটালো এক পিতাকে। গতকাল সোমবার বামন্দী-নিশিপুর স্কুল অ্যান্ড কলেজ জেএসসি কেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে। বখাটেদের গ্রেফতারে অবশ্য মাঠে নেমেছে পুলিশ। এ ঘটনায় অভিভাবক মহলে আতঙ্ক বিরাজ করছে। হামলার শিকার পিতা সোলাইমান হোসেন গাংনী উপজেলার মহাম্মদপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।

জানা গেছে, বামন্দী এলাকার সাগর, সেন্টু, আলাল, শামীম, লিখন, বাচ্চু ও বিপ্লবসহ কয়েকজন বখাটে যুবক এলাকার চিহ্নিত ইভটিজার। স্কুল-কলেজ ছুটি ও শুরুর সময় তারা বামন্দীর বিভিন্ন সড়কে মোটর সাইকেল টহল দিয়ে মেয়েদের উত্যক্ত করে। জেএসসি পরীক্ষা শুরু হলে তারা সিনেমা হলের পাশসহ কয়েকটি স্থানে অবস্থান নিয়ে উত্ত্যক্ত করে আসছিলো পরীক্ষার্থীদের। মহাম্মদপুর গ্রামের সোলাইমান হোসেনের মেয়েসহ গ্রামের কয়েকজন জেএসসি পরীক্ষা দিয়ে কেন্দ্র বের হলেই ওই বখাদের উত্ত্যক্তের স্বীকার হয়। এ নিয়ে প্রধান শিক্ষক আব্দুল হাদিকে মৌখিকভাবে অভিভাবক ও ছাত্রীরা অভিযোগ করলেও তিনি কর্ণপাত করেননি। তাই নিরুপায় হয়ে গতকাল মেয়ের সাথে পরীক্ষা কেন্দ্রে আসেন সোলাইমান। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সিনেমা হল মোড়ে ওই বখাটে যুবকরা মোটরসাইকেলযোগে গিয়ে উত্ত্যক্ত শুরু করে। প্রতিবাদ করায় তারা সোলাইমানের ওপর হামলা চালায়। তাকে মারধর করার এক পর্যায়ে স্থানীয় লোকজন ছুটে আসলে বখাটেরা পালিয়ে যায়। নিরুপায় পিতা বিচার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের দ্বারস্থ হন।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামান জানান, খবর পেয়ে দ্রুত সেখানে পুলিশ প্রেরণ করা হয়। যেকোনভাবে ওই বখাটেদের শাস্তি নিশ্চিত করা হবে। এদিকে গতকাল সন্ধ্যা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। তাদের ধরতে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন।