আগামী ২১ নভেম্বর চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। সভাপতি পদে একজনসহ  ৯টি পদে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে জানিয়েছে নির্বাচন কমিশনার। আগামী ২১ নভেম্বর সোমবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জেলা আইনজীবী সহকারী সমিতির বার্ষিক নির্বাচন-২০১৭’র সভাপতি পদে একমাত্র প্রার্থী ফজলুর রহমান, একটি সহসভাপতি পদে দুজন আব্দুর রহমান ও জামাত আলী, সাধারণ সম্পাদক একটি পদে  সুনিল কুমার বিশ্বাস, ফজলুর রহমান ও কামাল হোসেন, একটি যুগ্ম সাধারণ সম্পাদক পদে কবীর উদ্দীন ও মকলেচুর রহমান, দফতর সম্পাদক একটি পদে নবীছদ্দিন ও আলমগীর হোসেন, চারটি সদস্য পদে সাবান আলী, সাইফুল ইসলাম, মিহির আলী, শরিফুল ইসলাস লাল্টু ও ইয়াছিন আরাফাত প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আগামী ১০ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও চুড়ান্ত নামের তালিকা ঘোষণার দিন রয়েছে। নির্বাচনে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন আহসান হাবিব। সদস্য হিসেবে আমিরুল ইসলাম ও আতিয়ার রহমান রয়েছেন। বর্তমানে জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে মোমিনুল ইসলাম দায়িত্ব পালন করছেন। তারা দুজনই এবার নির্বাচনে অংশগ্রহণ করছে না। গত ৩০ অক্টোবর জেলা আইনজীবী সহকারী সমিতির বার্ষিক নির্বাচন-২০১৭’র নির্বাচন তফশিল ঘোষণা করা হয়। ৩ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিলো। এ পর্যন্ত ভোটার সংখ্যা ১৬৯। ভোটারের সংখ্যা বাড়তে পারে বলে জানা গেছে।