বিশ্ব টুকিাকি : দুই আত্মঘাতী বোমা হামলায় নাইজেরিয়ায় নিহত ৮

পাকিস্তানে বিষাক্ত মদপানে ১১ জনের মৃত্যু

মাথাভাঙ্গা মনিটন: পাকিস্তানের মধ্যাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে বিষাক্ত মদপানে সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের কমপক্ষে ১১ জন মারা গেছে। গতকাল শনিবার পুলিশ জানায়, আরো ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির রাজধানী ইসলামাবাদের প্রায় ১শ ২৬ কিলোমিটার পূর্বে ঝিলাম জেলায় শুক্রবার রাতের এক পার্টিতে তারা মদপান করেছিলো। জেলার সিনিয়র পুলিশ কর্মকর্তা আসিফ নেওয়াজ বলেন, ময়নাতদন্ত সম্পন্ন করার পর ১১ জনের লাশ তাদের আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরো জানান, অপর ৩ জন এখনো আশঙ্কাজনক অবস্থার মধ্যে রয়েছে। নেওয়াজ জানান, এদের অধিকাংশ বয়সে তরুণ। শুক্রবার রাতে পার্টি চলাকালে তারা স্থানীয়ভাবে তৈরি বিষাক্ত মদপান করে। পুলিশ বিষাক্ত মদ সরবরাহকারীকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। উল্লেখ্য, পাকিস্তানে প্রকাশ্যে মদ বিক্রি নিষিদ্ধ।

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে সংঘর্ষে নিহত ২৫

মাথাভাঙ্গা মনিটন: মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের বামবারি শহরে গত ২ দিনে সহিংসতায় ২৫ জন নিহত হয়েছে। এর মধ্যে ছয় পুলিশ রয়েছে। জাতিসংঘ বাহিনী এমআইএনইউএসসিএ গতকাল শনিবার জানায়, শুক্রবার সকালে সশস্ত্র ব্যক্তিদের হামলায় ছয় পুলিশ ও ৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এছাড়া বৃহস্পতিবার শহরের উপকণ্ঠে সাবেক মুসলিম মিলিশিয়া ও খ্রিস্টান পর্যবেক্ষণকারী গ্রুপ ‘অ্যান্টি-বলাকা’র (চাপাতি বিরোধী) মধ্যে সংঘর্ষে ১৫ জন নিহত হয়েছে।

দুই আত্মঘাতী বোমা হামলায় নাইজেরিয়ায় নিহত ৮

মাথাভাঙ্গা মনিটন: নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে দুটি পৃথক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার দেশটির মাইদুগুরি শহরে এই বোমা হামলা চালানো হয়। দেশটির সামরিক বাহিনী ও স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে রয়টার্স এ কথা জানিয়েছে। দেশটির স্থানীয় সময় ভোর ৭টায় বাকাশি এলাকায় বাসস্থান হারানো মানুষের জন্য তৈরি এক শিবিরে বোমা বিস্ফোরণ হয়। এর কিছু সময় পর একটি বাসস্টেন্ডে বোমা বিস্ফোরিত হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানানো হয়, সরকারের জরুরি সেবা বিভাগ বেশ কিছু মৃতদেহ ওই দুই স্থান থেকে নিয়ে গেছে। কিন্তু নিহতে সংখ্যা আরো বাড়তে পারে কিনা বিষয়টি নিশ্চিত করতে পারেনি তারা।

ভারতে পুলিশি অভিযানে ২ মাওবাদী বিদ্রোহী নিহত

মাথাভাঙ্গা মনিটন: ভারতের পূর্বাঞ্চলীয় একটি প্রত্যন্ত এলাকায় পুলিশের অভিযানে আরো দুজন মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে। শুক্রবার এমনটাই দাবি করে দেশটির পুলিশ। একই এলাকায় বিদ্রোহীদের একটি ঘাঁটিতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ব্যাপক হামলার কয়েকদিন পর এ অভিযান চালানো হলো। পুলিশ জানায়, গভীর জঙ্গলে তল্লাশি অভিযান চলাকালে সন্দেহভাজন ২ বিদ্রোহীর সন্ধান পাওয়ার পর তারা সেখানে হামলা হামলা চালায়। এতে ওই ২ সন্দেহভাজন নিহত হয়। সোমবার এ জঙ্গলে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২৮ জন নিহত হয়। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি ছিলো বিদ্রোহীদের ওপর সবচেয়ে বড় হামলার ঘটনা।

Leave a comment