লালন সাঁইজির ১২৬তম তিরোধান দিবস উপলক্ষে মেহেরপুরে লালন সঙ্গীত সন্ধ্যা ও আলোচনাসভা অনুষ্ঠিত

 

মেহেরপুর অফিস: মরমী সাধক লালন সাঁইজির ১২৬তম তিরোধান দিবস পালন উপলক্ষে মেহেরপুরে কয়েকশ লালনভক্ত অনুরাগীদের উপস্থিতিতে হয়ে গেলো লালন সঙ্গীত সন্ধ্যা ও আলোচনা সভা। জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে গতকাল শনিবার রাত সাড়ে সাতটায় মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে ওই আলোচনা সভা ও সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন।

জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি প্রভাষক নূরুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন। জেলা শিল্পকলা একাডেমির সদস্য নিশান সাবেরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ। বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক সাইদুর রহমান, লালন গবেষক সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, লালনভক্ত মারজান শাহ প্রমুখ। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক খায়রুল হাসান, জেলা জজ আদালতের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, শিল্পকলা একাডেমির সহসভাপতি মোমিনুল হক, অধ্যাপক হাসানুজ্জামান মালেক, যুগ্মসম্পাদক আব্দুল ওয়াদুদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামীম জাহাঙ্গীর সেন্টু, মাহাবুবুল হক মন্টু, শ্বাশত চক্রবর্র্তী নিপ্পন, আবুল হাসনাত দিপুসহ মাঠভর্তি দর্শক-শ্রোতা। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন- লালন শিল্পী আফসার উদ্দিন, হারুন অর রশিদ, লাইলী, দেলোয়ার হোসেন, সোনিয়া, অর্পন, ফৌজিয়া আফরোজ তুলি, আঁখি, ইমন, মোমিনুল ইসলাম, লাল্টু খ্যাপা, নূরে ইসলাম জলি, নাসিদা আক্তার উর্মি, আসাদুল ইসলাম খোকন প্রমুখ। যন্ত্র সঙ্গীতে ছিলেন এম সাইদুর রহমান ও তার দল।

অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি বলেন- লালন শাহ’র ১২৬তম তিরোধান দিবসে আমাদের শপথ হোক- সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে থেকে মানবধর্ম সেবার ধর্ম হোক। যাতে আমরা সকল প্রকার হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে একসাথে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি।