স্টাফ রিপোর্টার: তুষার রহমান মারা গেছেন। গতপরশু রাতে তিনি তার গাজিপুরের গাজিপুরস্থ বন্ধুরবাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে..রাজেউন)। তুষার রহমান চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড় সরদারপাড়ার মরহুম ওয়ালিউর রহমানের ছেলে। গতকাল শনিবার সাভার কবরস্থানে তার দাফন কাজ সম্পন্ন করা হয়েছে। তুষার মৃত্যুকালে দু ছেলে স্ত্রীসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। তুষার রহমানের পিতার রেখে যাওয়া সাভারের জমিতেই বসবাস করতেন তিনিসহ তার মা ও স্ত্রী-সন্তান।