দোষারোপ নয় দুর্ঘটনার কারণ জানতে হবে সবাইকে

 

মাথাভাঙ্গা ডেস্ক: ‘দোষারোপ নয়, দুর্ঘটনার কারণ জানতে হবে, সবাইকে নিয়ম মানতে হবে’ শ্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গা, মেহেরপুর ঝিনাইদহ ও কুষ্টিয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবসপালিত হয়েছে। নিরাপদ সড়ক চাই-নিসচা জেলা শাখা দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করে।

চুয়াডাঙ্গায় গতকাল শনিবার বেলা ১১টায় নিসচার চুয়াডাঙ্গা জেলা কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে স্থানীয় বড়বাজার শহীদ হাসান চত্বরে গিয়ে শেষ হয়। এরপর সেখানে নিসচা সভাপতি অ্যাডভোকেট আলমগীর হোসেনের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবপ্রসাদ পাল প্রধান অতিথি এবং অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব মাবুদ সরকার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়কের দাবিতে ব্যক্তিগতভাবে আন্দোলন শুরু করলেও আজ তা জাতীয় আন্দোলনে রূপ নিয়েছে। দুর্ঘটনারোধে চালকদের আন্তরিক এবং পথচারীদেরকে সচেতন হতে হবে। এ সময় নিসচার চুয়াডাঙ্গার সহসভাপতি জেড আলম, সহসাধারণ সম্পাদক ফরিদ হোসেন ও ওবায়দুর রহমান তুহিন, অর্থ সম্পাদক শামীম হোসেন, আইন বিষয়ক  সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম, প্রথম আলোর সাংবাদিক শাহ আলম সনি,  দুর্ঘটনা ও গবেষণা সম্পাদক জাকির হোসেন, দফতর সম্পাদক তরিকুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হীরন আর রশিদ শান্ত, কার্যকরী সদস্য অ্যাডভোকেট বজলুর রহমান, অ্যাডভোকেট হানিফ উদ্দিন, অধ্যাপক হাফিজুর রহমান, জামান আকতার, আমানউল্লাহ ও রাশেদ নইম রহমান জ্যামিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে বেলা ১১টায়  প্রেসক্লাবের সামনের সড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের নেতৃত্ব দেন নিরাপদ সড়ক চাই মেহেরপুর জেলা কমিটির সভাপতি ডা. আবুল বাশার। পরে তার নেতৃত্বে একটি র‌্যালি মেহেরপুর প্রেসক্লাব চত্বর থেকে বের হয়ে শহরের হোটেল বাজার মোড়ে পৌঁছে শেষ হয়। মানববন্ধন ও র‌্যালিতে জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, শিক্ষক-সাংবাদিকসহ সর্বস্তরের জনগণ অংশ নেন।

গাংনী প্রতিনিধি জানিয়েছেন, গাংনী উপজেলার বামন্দীতে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। এ উপলক্ষে গতকাল দুপুরে বামন্দী বাজারের প্রধান সড়কে বর্ণাঢ্য র‌্যালি করছে নিরাপদ সড়ক চাই (নিশচা)। র‌্যালি শেষে মেহেরপুর-কুষ্টিয়া প্রধান সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিশচা আহ্বায়ক মুক্তিযোদ্ধা নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে নিরাপদ সড়ক দাবিতে বক্তব্য রাখেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহ বেলা সাড়ে ১১টার দিকে পুরাতন ডিসি কোট চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন- ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির, নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাবে রহমত, ঝিনাইদহ ট্রাফিক ইন্সপেক্টর কাজী সালাউদ্দীন, ঝিনাইদহ নিরাপদ সড়ক চাই এর সভাপতি সুষেন্দু কুমার ভৈমিক, সাধারণ সম্পাদক সাকিব মোহাম্মদ আল-হাসান, ঝিনাইদহ বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সাঈদ প্রমুখ।

কুষ্টিয়া প্রতিনিধি জানিয়েছেন, কুষ্টিয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায়  র‌্যালি শেষে জেলা কালেকক্টর চত্বর শহীদ নিরাপদ সড়ক চাই কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি কেএম জাহিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক নুরুন্নবী বাবু, অ্যাড, খন্দকার আনিছুর রহমান লিটু, ফজলুর রহমান, আশরাফুল ইসলাম, আক্তারুজ্জামান নেওয়াজ পল্টু, সাংবাদিক আবু বক্কর সিদ্দিক প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনারোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। রাস্তায় ট্রাফিক সিগন্যালগুলো মেনে চলতে হবে। আমরা নিজেরা যদি সচেতন হতে পারি তাহলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। নিরাপদ সড়ক চাই কুষ্টিয়া জেলা কমিটির আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি পৌরসভার গেট থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।