কেএ মান্নান: উন্নয়ন করার মতো উদ্যোমী মন থাকলে তা করে দেখানো সম্ভব। আমি অন্তঃবর্তীকালীণ জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব পালন করছি। গত দুবছরে জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে অনেক উন্নয়নমুলক কাজ করেছি। আজকের আরও একটি উন্নয়নমুলক কাজের উদ্বোধণ আপনারা ও প্রত্যক্ষ করছেন। জামজামির মধুপুর ও শ্রীনগরে গতকাল সোমবার বিকেল ৩টায় দুটি সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধনকালে চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান উপরোক্ত মন্তব্য করেন।
উদ্বোধনী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামজামি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম।
জামজামি ইউনিয়ন আলীগ সভাপতি দিদার আলী মালিতার উপস্থাপনায় বক্তব্য রাখেন আলমডাঙ্গার ডাউকি ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, জেলা পরিষদের উপ-সহকারি প্রকৌশলী আব্দুর রশিদ, ডাউকি ইউনিয়ন আলীগের যুগ্মআহ্বায়ক মমো. ওয়াজেদ আলী, প্রধান শিক্ষক বাদল রশিদ, আলীগ নেতা শরিফ উদ্দিন, সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বর আনিচুজ্জামান, সাবেক মেম্বর নুর ইসলাম, গোলাপ মন্ডল, আঃ গনি, লিয়াকত হোসেন, সাব্বির আহমেদ রাজু,শুকুর আলী মেম্বর, রাজন মেম্বর, বাদশা মেম্বর, মহিলা মেম্বর রাজিয়া খাতুন, আফরোজা খাতুন, লিটন আলী প্রমূখ। প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে আলমডাঙ্গার জামজামি ইউনিয়নের শ্রীনগর গ্রামের মহাম্মদ আলীর বাড়ি থেকে ইজাল লস্করের বাড়ি পর্যন্ত ১শ ২৫ মিটার দৈর্ঘ্য ও ৯ ফুট প্রশস্ত ও মধুপুর আবাসন থেকে বানিনাথপুর জামে-মসজিদ পর্যন্ত ২শ ৯৫ মিটার দৈর্ঘ্য রাস্তার সলিঙ করণ কাজের শুভ উদ্বোধণ করেন। এ সড়ক দুটির উন্নয়নে ব্যয় হবে ৯ লাখ ৫০ হাজার টাকা ঠিকাদারী পেয়েছেন মেসার্স মাদানী এন্টারপ্রাইজ ও মো. আশরাফুল হক।