ডাকবাংলা উত্তর নারায়নপুর মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রের মৃত্যুর রহস্য উম্মোচনের দাবিতে মানববন্ধন

 

ডাকবাংলা প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার উত্তর নারায়নপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র রকি মৃত্যুর প্রকৃত রহস্য উম্মোচনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পাল হয়েছে। গতকাল সোমবার বেলা ২টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কে উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে শিক্ষক কর্মচারী এবং ছাত্রছাত্রীদের নিয়ে এক বিশাল  মানববন্ধনের আয়োজন করা হয়।  উত্তর নারায়নপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু দাউদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উত্তর নারায়ণপুর দাখিল মাদরাসার সুপার আব্দুল্লাহ আল মাহমুদ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম, বৈডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানূর আলম, মাদরাসার সহকারী সুপার জাকির হোসেন, সহকারী শিক্ষক আব্দুস সামাদ প্রমুখ। সমাবেশটি পরিচালনা করেন সহকারী শিক্ষক আলমগীর কবির। উল্লেখ যে, গত শুক্রবার বিকালে মামুনশিয়া গ্রামের স্বামী পরিত্যাক্ত ফিরোজা বেগমের এক মাত্র সন্তান রকি নিখোঁজ হয়। পরদিন শনিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা জেলার ৫ পকেট নামক স্থানে রকির ক্ষত বিক্ষত লাশ পাওয়া যায়।  প্রাথমিক ভাবে ট্রেনে কেটে মারা যাওয়ার কথা বললেও পরবর্তীতে আরও কিছু তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে। স্থানীয় অভিভাবক ও তার বিদ্যালয়ের বন্ধুরা জানান ইয়াসমিন নামে এক মেয়ের সাথে তার প্রেমজ সম্পর্কের কথা শুনেছি। তার কোনো আত্মীয় বা বন্ধুরাও এ ব্যাপারে জড়িত থাকতে পারে বলে অনেকের ধারনা। পুলিশি তদন্তে ব্যাপারটি সঠিকভাবে জানা যাবে। মানববন্ধনে বক্তারা রকি হত্যাকাণ্ডের সঠিক কারণ এবং প্রকৃত অপরাধির দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।