ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা হবে
স্টাফ রিপোর্টার: ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রভাষক ও সহকারী অধ্যাপক পদে নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নতুন প্রক্রিয়ায় লিখিত, মৌখিক পরীক্ষাসহ মোট তিনটি ধাপের মাধ্যমে এই দুই পদে নিয়োগ দেয়া হবে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সম্প্রতি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রভাষক ও সহকারী অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে মৌখিক পরীক্ষার পাশাপাশি লিখিত পরীক্ষা নেয়ার জন্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোকে অনুরোধ জানায় শিক্ষা মন্ত্রণালয়। নিয়োগের আগে পুলিশ ভেরিফিকেশন ও গোয়েন্দাদের মাধ্যমে তথ্য যাচাই করারও অনুরোধ জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে গত শুক্রবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৩২তম সিন্ডিকেট সভায় নিয়োগ-প্রক্রিয়ায় পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়
রাখাইনে বিজিপি ফাঁড়িতে হামলার তীব্র নিন্দা জানালো বাংলাদেশ
স্টাফ রিপোর্টার: মিয়ানমারের রাখাইন প্রদেশের মংড়ুতে বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ফাঁড়িতে সহিংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের সীমান্তবর্তী ওই এলাকায় এ নির্মম হামলায় নির্দোষ ব্যক্তিদের প্রাণহানির ঘটনায় বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১০ অক্টোবরের ওই ঘটনায় দোষীরা যাতে পালিয়ে বাংলাদেশে ঢুকতে না পারে সেজন্য বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে এবং সীমান্তে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে। বিজ্ঞপ্তিতে দোষী ব্যক্তিদের আটক করে আইনের আওতায় আনার ওপরেও জোর দেয়া হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) এরইমধ্যে রাখাইন প্রদেশের দুইজন মুসলিমকে আটক করে তাদের মিয়ানমারের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। বাংলাদেশ মিয়ানমারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং তাদের প্রয়োজনীয় সহায়তাও দেয়া হচ্ছে।
সেপটিক ট্যাংকে নেমে দুই ভাইয়ের মৃত্যু
স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালীগঞ্জে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ভেতর থেকে কাঠ-বাঁশ ওঠাতে গিয়ে মহসিন মিয়া (৪০) ও মাসুম মিয়া (২৮) নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের চাচাতো ভাই জুয়েল (২৮) আহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে উপজেলার তুমলিয়া ইউনিয়নের উত্তরসৌম এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটেছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁদ জানান, গত ঈদের আগে মহসিন মিয়ার বাড়িতে সেপটিক ট্যাংক তৈরি করা হয়। রোববার দুপুরে ওই ট্যাংকের ভেতরে পানিতে নেমে সাটারিংয়ের কাঠবাঁশ খুলতে গিয়ে জুয়েল আটকে পড়েন। এ সময় জুয়েলকে তুলতে ট্যাংকের ভেতর নামলে মহসিন মিয়া ও মাসুম মিয়াও আটকা পড়েন। বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন তাদের তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসক আহত মহসিন ও মাসুমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পরামর্শ দেন। ঢাকা নেয়ার পথে তাদের অবস্থা আরও খারাপ হলে টঙ্গীতে একটি হাসপাতালে নিয়ে গেলে মহসিন ও মাসুমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত জুয়েল বর্তমানে টঙ্গীর একটি হাসপাতালে চিকিৎসাধীন।
রাজশাহীতে ভুটভুটিচালককে পিটিয়ে হত্যা
স্টাফ রিপোর্টার: রাজশাহীর সিটি করপোরেশনের গরুর হাটে এক ভুটভুটি চালককে পিটিয়ে হত্যা করেছে ইজারাদারের নিয়োজিত লাইনম্যান। গতকাল রোববার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তমিজ উদ্দিন বিষু নগরীর মধুপুরের জয়নালের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে নগরীর সিটি হাট (গরুরহাট) এলাকায় ভুটভুটি নিয়ে প্রবেশ করে বিষু। এতে ক্ষিপ্ত হয়ে হাটের ইজারাদারের নিয়োজিত লাইনম্যান মতি দাস (৪০) বিষুকে বাঁশ দিয়ে পেটাতে থাকে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে বিষুকে পিটিয়ে হত্যার প্রতিবাদে ভুটভুটিচালকরা বিক্ষোভ শুরু করলে তাদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ বাধে। পরে লাইনম্যানকে আটক করে পুলিশে সোপর্দ করে হাটে আগত ব্যবসায়ীরা। আটককৃত লাইনম্যানকে নগরীর শাহমখদুম থানার হাজতে রাখা হয়েছে।