আলমডাঙ্গার শ্রীরামপুর বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু আলমডাঙ্গায় বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন। তিনি গতকাল বুধবার আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের তোরাপের বাড়ি হতে বিশু মণ্ডলের বাড়ি পর্যন্ত রাস্তার ফ্লাট সোলিং, একই গ্রামের মনোয়ারের বাড়ি হতে সাবেক ইউপি সদস্য মফিজ উদ্দিন মণ্ডলের বাড়ি পর্যন্ত রাস্তা প্যালাসাইডিংসহ এইচবিবি দ্বারা উন্নয়ন, নতুন মসজিদ হতে জমিরের যাওয়ার রাস্তা প্যালঅসাডিং করণ ও আলমডাঙ্গা শাদা ব্রিজরোড়ে চৌরাস্তায় নিকট পাবলিক টয়লেট উদ্বোধন করেন। এছাড়াও শ্রীরাপুরে নতুনপাড়া জান্নাতুল নাঈম মসজিদসহ আরও দুটি মসজিদ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন কালিদাসপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, চুয়াডাঙ্গা জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী আবদুর রশিদসহ এলাকার গণমান্য ব্যক্তিগণ।

 

Leave a comment