স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পঞ্চম নিরাপত্তা সংলাপ আজ রোববার ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দিনব্যাপী এই সংলাপ অনুষ্ঠিত হবে। নিরাপত্তা, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমন, গোয়েন্দা তথ্য বিনিময়, প্রতিরক্ষা বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিসহ সার্বিক নিরাপত্তা ইস্যু এই সংলাপে স্থান পাবে। পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাও প্রাধান্য পাবে। সূত্র জানায়, এ সময় যুক্তরাষ্ট্রের সাথে নিরাপত্তা সহযোগিতায় গত চার বছরে ধরে চলা আলোচনা ও সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে। বৈশ্বিক সন্ত্রাসবাদ ও সহিংস-চরমপন্থার সাম্প্রতিক উত্থানের প্রেক্ষাপটে নিবিড় সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।
সংলাপে অতিরিক্ত পররাষ্ট্র সচিব কামরুল আহসান বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন। প্রতিনিধি দলে পররাষ্ট্র, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়, সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা থাকবেন। মার্কিন পররাষ্ট্র দফতরের আঞ্চলিক নিরাপত্তা বিষয়ক ডেপুটি এসিষ্ট্যান্ট সেক্রেটারি উইলিয়াম জি পি মোনাহান দেশটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন। মার্কিন প্রতিনিধি দলে বেশ ক’জন বেসামরিক কর্মকর্তা ও সশস্ত্র বাহিনীর প্রতিনিধি থাকছেন।
সূত্র জানায়, জঙ্গি ও সহিংস চরমপন্থিদের নিয়ন্ত্রণ ও হামলা ঠেকাতে বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনীগুলোর সক্ষমতা বাড়াতে চায় যুক্তরাষ্ট্র। প্রয়োজনের নিরিখে ও চাহিদা অনুযায়ী বাংলাদেশ সরকার এ সহযোগিতা নিতে আগ্রহী। সংলাপে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যুগপোযোগী প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা হবে।
প্রসঙ্গত, বাংলাদেশে মার্কিন সাহায্য মিশনের কর্মকর্তা জুলহাজ মান্নান খুন হওয়া এবং ১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় ভয়াবহ জঙ্গি হামলার পর নিরাপত্তা সহযোগিতা আরও গুরুত্ব পেয়েছে। সংলাপে এসব হামলার ঘটনা নিয়ে আলোচনা ও করণীয় ঠিক করা হবে।