কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এসময় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। আজ শনিবার বেলা ১১টার দিকে কার্পাসডাঙ্গা বাজারে ওই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারি পরিচালক সজল আহমেদ।
অভিযানসূত্রে জানাগেছে, মুদি ব্যবসা প্রতিষ্ঠান জামাল স্টোরের মালিক বদর উজ্জামানকে ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯ আইনে ৩৮ ও ৫১ ধারায় তিন হাজার টাকা এবং বাজারের গাউছিয়া স্টোরের মালিক আব্দুল হাই সিদ্দিককে একই আইনের ৪০, ৪৫ ও ৫১ ধারায় পনের হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন কার্পাসডাঙ্গা ফাঁড়ির উপ-পরিদর্শক মেসবাহর রহমানসহ পুলিশ সদস্যরা।