দামুড়হুদায় হোম কোয়ারেন্টাইন না মানায় ভ্রাম্যমান আদালত : লাঠিপেটাসহ জরিমানা আদায়

 মোড়ে মোড়ে সেনাবাহিনীর টহল : জীবানুমুক্ত চিৎলা হাসপাতাল

বখতিয়ার হোসেন বকুল: দামুড়হুদায় হোম কোয়ারেন্টাইন না মানায় মাঠে নেমেছেন প্রশাসন। জোরদার করা হয়েছে পুলিশি টহল। লাঠিপেটার পাশাপাশি আদায় করা হয়েছে জরিমানা। ভেঙ্গে বিনষ্ট করা হয়েছে চায়ের দোকানের চুলাসহ সরাঞ্জাম। বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে সরকারি নির্দেশনা না মেনে বিনা কারণে জনসাধারণকে বাড়ির বাইরে আসা নিব্রত করতে প্রশাসনের পক্ষ থেকে এমন উদ্যোগ নেয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহি উদ্দিনের নেতৃত্বে পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে বৃহস্পতিবার ও শুক্রবার দামুড়হুদা উপজেলা জুড়েই একযোগে অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেছেন, বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে জনগনকে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য মাইকিংসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহন করার পরই তা মানছেন না অনেকেই। বিনা প্রয়োজনে বাড়ির বাইরে ঘুরে বেড়াচ্ছে। কেউ কেউ চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে। এতে করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার আশঙ্কা থেকে যায়। বিনা প্রয়োজনে যারা বাড়ির বাইরে এসে অযাথা করোনার ঝুকি বাড়াচ্ছেন তাদের বাড়ির মধ্যে রাখতে অনেকটা বাধ্য হয়েই এ ধরণের পদক্ষেপ নিতে হচ্ছে। কয়েকজনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত বসিয়ে প্রায় ১২ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়েছে। এ ছাড়া বেশকিছু চায়ের দোকানে অভিযান চালিয়ে ভেঙ্গে দেয়া হয়েছে চা তৈরির চুলা। বিনষ্ট করা হয়েছে চায়ের কাপসহ সরাঞ্জাম। কয়েকজনকে লাঠিপেটাও করা হয়েছে। তিনি করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে সার্বিক সহযোগিতা কামনা করে সকলকে হোম কোয়ারেন্টাইনে থাকার আহবান জানিয়েছেন। এ ছাড়া শুক্রবার দামুড়হুদার জনগুরুত্বপূর্ণ এলাকাসহ বিভিন্ন মোড়ে মোড়ে সেনাবাহিনীর টহল লক্ষ করা গেছে।

এ দিকে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে দামুড়হুদায় নারীসহ তিনজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এরমধ্যে দামুড়হুদা দশমীপাড়ায় দুজন এবং দামুড়হুদা মাদরাসাপাড়ায় একজন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল শুভ জানান, বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরো এলাকা জীবানুনাশক মেডিসিন স্প্রে করা হয়েছে।