স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পূজোতলাপাড়ার তিন মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমান মাদক সেবনের দায়ে প্রত্যেককে ৩ মাস করে কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্তরা হলেন চুয়াডাঙ্গা কালীপদ স্কুলপাড়ার শিবু চক্রবর্তীর ছেলে মিঠুন চক্রবর্তী (৩২), একই এলাকার আব্দুল মালেকের ছেলে সাইফ উদ্দিন (২৯) ও বাজারপাড়ার মজিবর রহমানের ছেলে মাসুদ রানা (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৯ টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে সদর ফাঁড়ি পুলিশ বড়বাজার পুজোতলাপাড়ায় অভিয়ান চালান । এ সময় গাঁজা সেবনরত অবস্থায় গাঁজা সেবনের সারঞ্জমাদীসহ সাইফদ্দিন, মিঠুন ও মাসুদ রানা নামে তিনজনকে আটক করেন। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার।