স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা প্রশাসন করোনা ভাইরাস প্রতিরোধে সাতটি পরামর্শসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মোবাইল নম্বর সম্বলিত একটি বিলবোর্ড টানানো হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান গেটের সামনে এটি দেখা গেছে।
করোনা ভাইরাস সংক্রান্ত জেলা প্রশাসনের সাতটি পরামর্শ হলো, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, বার বার হাত ধুয়ে নিন, হাঁচি-কাশি দেয়ার সময় টিস্যু ব্যবহার করুন, ঘরের বাহিরে যাওয়ার সময় মাস্ক ব্যবহার করুন, মাছ গোশতো ও ডিম ভালোভাবে সিদ্ধ করে রান্ন করুন, ময়লা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন এবং আক্রান্ত ব্যক্তি হতে নিরাপদ দূরত্ব বজায় রাখুন।
একই সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নম্বরগুলো হলো, সদর উপজেলা ০১৯১১-৩০৯৬৩২, আলমডাঙ্গা ০১৭১১-২৮৫৭৭৪, দামুড়হুদা ০১৭১১-৭০৮৩৮০ এবং জীবননগর ০১৭১৮-৩৩৩৬১২। চার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সদর ০১৭১৮-৬৪০৭২৫, আলমডাঙ্গা ০১৭১০-০৭১২৭৮, দামুড়হুদা ০১৭১৭-২৪৪৩৩৫ এবং জীবননগর ০১৭০৩-৯৭৭৯৬৫। জেলার পুলিশ সুপার ০১৭১৩-৩৭৪২৩১, জেলা প্রশাসক ০১৭১৫-০৪৯৭২৫ এবং জেলা প্রশাসক কার্যালয়ের জরুরি হটলাইন ০৭৬১-৬২১২০।
জনগণ এ নম্বরগুলোতে বিদেশ ফেরত যে সকল ব্যক্তি হোম কোয়ারেন্টিনে নেই তাদের তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন।