কালীগঞ্জের কোলাবাজারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলাবাজারে ভ্রাম্যমাণ আদালতে ৩টি দোকানে জরিমানা আদায় করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার এ আদালত পরিচালনা করেন।
কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী দোকানে মূল্য তালিকা না থাকা ও মূল্যবৃদ্ধির অপরাধে শেখ এন্টারপ্রাইজকে ৫শ’ টাকা, নিউ বিশ্বাস স্টোর ১ হাজার টাকা এবং সাহা টেডার্সকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও জানান, এ অভিযান অব্যাহত থাকবে। এসময় পুলিশের একটি টিম, সাংবাদিক ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।