দোকানপাট বন্ধ দেখতে আসছে দর্শনার্থী

জীবননগর ব্যুরো: করোনা ভাইরাসের ভয়ে ভীতসন্ত্রস্ত হলেও বাঙালি যে হুজুগে তা রয়েই গেছে। বহু পুরাতন এ প্রবাদ সত্য প্রমাণিত করতে গতকাল মঙ্গলবার সুরক্ষা ও মাস্ক ছাড়াই বিপুল সংখ্যক দর্শনার্থী জীবননগর বাজার পরিদর্শনে আসে! এভাবে দর্শনার্থী আসতে থাকলে যে উদ্দেশ্য নিয়ে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তা বাস্তবায়ন হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। কারণ ছাড়া বাজারে আসা বন্ধ করা প্রয়োজন বলে অনেকে মতামত ব্যক্ত করেছেন।
গতকাল হতে জীবননগর বাজার বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নির্দেশ বন্ধ থাকবে বলে উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম গণবিজ্ঞপ্তি জারী করেছেন। এ গণবিজ্ঞপ্তি জারী করলেও গতকাল বিপুল সংখ্যক মানুষ জীবননগর বাজারে আসে। অভিযোগ এদের অধিকাংশ বন্ধ জীবননগর বাজার দেখতে কেমন লাগছে তা দেখার জন্য আসে। অনেকে এটা তাদের বিনোদনের একটি মাধ্যম হিসেবে বেচে নেয়। এর ফলে ভাইরাস সংক্রমানিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। কারণ ছাড়া বাজার আসা বন্ধ করতে কঠোর হওয়ার দাবি উঠেছে। প্রয়োজনে অন্যান্য খোলা দোকানপাট বন্ধ করে দেয়ার কথা কেউ কেউ বলেছেন।