স্টাফ রিপোর্টার: দর্শনা পৌর যুবদলের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল রাড়ে ১০টার দিকে দর্শনা রেলবাজার সংলগ্ন বিভিন্ন দোকানে ও পথচারীদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন দর্শনা পৌর যুবদলের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর ফারুক হোসেন, সদস্য সচিব জালাল উদ্দিন, যুগ্ম-আহ্বায়ক জালাল উদ্দিন লিটন, জাহান আলী, সরোয়ার হোসেন। এসময় করোনা ভাইরাসের ওপর এ জনসচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠানে যোগ দেয় দামুড়হুদা উপজেলা বিএনপির সাবেক সভাপতি খাজা আবুল হাসনাত, দর্শনা পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান বুলেট, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাহারুল ইসলাম মাস্টার, পৌর যুবদল সদস্য আশিক, সোহেল তরফদার, নাসির উদ্দিন খান হাসু, আ. ছাত্তার, মান্নান মাস্টার, আবু সাইদ, মমিন, মাসুম, সেলিম। এছাড়া জেলা মৎসজীবি দলের যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান, পৌর মৎসজীবি দলের যুগ্ম-আহ্বায়ক, হারেজ উদ্দিন ডাবলু, ফেরদৌস আলম মন্টু প্রমুখ।