দামুড়হুদার বিষ্ণুপুরে সুদের টাকা পরিশোধ না করায় দাফনে বাধা

জুড়ানপুর প্রতিনিধি: দামুড়হুদার বিষ্ণুপুরে সুদের টাকা পরিশোধ করতে না পারায় লাশ দাফনে বাধা দেয়ার অভিযোগ উঠেছে বরকতের বিরুদ্ধে। গতকাল শুক্রবার কবরস্থানে লাশ দাফনের সময় গ্রামেরই বরকত আলী বাধা প্রদান করেন। পরে সুদের টাকা পরিশোধ করে তিন ঘণ্টা পর লাশ দাফন করা হয়।
জানা গেছে, বিষ্ণুপুর মাঠপাড়ার মৃত করিম ম-লের ছেলে দিনমজুর জালাল উদ্দিন ৪ বছর আগে ১৬ হাজার টাকা ধার নেন একই পাড়ার মৃত মজোহারের ছেলে সুদ ব্যবসায়ী বরকতের কাছ থেকে। ৩ বছর আগে দুই কিস্তিতে ৯ হাজার টাকা পরিশোধ করেন জালাল। এরপর জালাল ঢাকাতে গার্মেন্টসে কাজ করাকালে গত পরশু বৃহস্পতিবার রাতে মারা যান। গতকাল শুক্রবার ভোরে মৃত জালালের লাশ বাড়িতে পৌঁছায়। বাদ জুম্মা লাশ দাফনের জন্য কবরস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে দাফনের আগ মুহূর্তে সুদ ব্যবসায়ী বরকত এসে বলেন, আমার টাকা পরিশোধ না করলে লাশ মাটি দিতে দেবো না। লাশ এখানেই পঁচবে। টানা ৩ ঘণ্টা লাশ পড়ে থাকে। অবশেষে জালাল উদ্দিনের মেয়ে রেনু খাতুন ১১ হাজার টাকা পরিশোধ করার পরে লাশ দাফন সম্পন্ন হয়। এই ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে গ্রামবাসী। এ সুদ ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও সচেতন মহল।