কালীগঞ্জ প্রতিনিধি: হেসে খেলেই জয় ছিনিয়ে টুনামেন্টের সেরা দলের সম্মান অর্জন করলো গতবারের চ্যাম্পিয়ন হুরমত আলী ক্রিকেট একাদশ। গত বুধবার তারা মুজিব জন্মশতবার্ষিকী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় ৪ উইকেটে ফারিয়া ক্রিকেট একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করে। খেলা শেষে বিজয়ীদলের টিম ম্যানেজার ইউপি সদস্য মুহিত ও বিজিত দলের অধিনায়ক আশিকুর রহমান সোহাগের হাতে পুরস্কার ফ্রিজ তুলে দেন প্রধান অতিথি ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে সরকারি ভূষণস্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় হুরমত আলী ক্রিকেট একাদশ জয়ী হয়। বিজয়ী একাদশের মারুফ হাফ অর্ধশত রান করায় ম্যান অব দি ম্যাচ এবং নিশিত টুনামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। এ টুনামেন্টের চ্যাম্পিয়ন ১ম পুরস্কার ১টি ফ্রিজ এর স্পন্সর করেছেন বিশিষ্ট ব্যবসায়ী পাইকপাড়া গ্রামের এনামুল হক ও ২য় রানার আপ দলের ফ্রিজ স্পন্সর করেছেন কালীগঞ্জ সিমলা রোকনপুর ইউনিয়নের চেয়ারম্যান নাছির চৌধুরী।
ক্রীড়া ফেডারেশনের সহসভাপতি অজিৎ ভট্টাচার্ষের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান লাড্ডু ও সহসাধারণ সম্পাদক সাংবাদিক জামির হোসেন। উপস্থিত ছিলেন কালীগঞ্জ খাদ্য গুদাম কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, সমাজ সেবক জাকির হোসেন, ক্রীড়া ফেডারেশনের ক্রিকেট কমিটির সভাপতি অ্যাড. আজিজুর রহমান, সদস্য আয়ুব হোসেন, দিলিপ ভট্টাচার্ষ্য ও আনিচুর রহমান সহ সংগঠনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। খেলাটিতে আম্পায়ারের দায়িত্বে ছিলেন সাইদুর রহমান শাহিন ও ফরহাদ হোসেন। ধারাভাষ্য বর্ণনা করেন, খোরশেদ আলম, কামাল হোসেন ও ইবনে মাসুদ। স্কোরার ছিলেন কার্ত্তিক ভট্টাচার্ষ ও ফিরোজ আহম্মেদ। ১৬ দলের অংশগ্রহণে এ টুর্নামেন্টের মিডিয়া পার্টনার ও ম্যান অবদি ম্যাচ পুরস্কারের স্পন্সর হয়েছেন অনলাইন নিউজ পোর্টাল ‘খবর কালীগঞ্জ ডট কম’। এবং ম্যান অবদি সিরিজের স্পন্সর উষা ফুডের সত্ত্বাধিকারী উজ্জল বিশ্বাস।