চুয়াডাঙ্গায় কোচিং বন্ধে জেলা শিক্ষা অফিসারকে নির্দেশ

স্টাফ রিপোর্টার: করোনা ভাইরাসের কারণে চুয়াডাঙ্গায় শতভাগ কোচিং বন্ধ করতে জেলা শিক্ষা অফিসার নিখিল রঞ্জন চক্রবর্তীকে নির্দেশ দেয়া হয়েছে। গতকাল বুধবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত একটি সভায় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার এ নির্দেশনা দিয়েছেন। জেলা প্রশাসক আরও বলেন, কেউ যদি কোচিংয়ে পড়ালেখা বন্ধ না করে তাকে পুলিশ দিয়ে ধরে আনা হবে। শিশুদের কোচিং করাতে গিয়ে ঝুঁকির মধ্যে ফেলতে দেয়া হবে না। এ বিষয়ে অভিভাবকরা সচেতন হবেন। এসময় তিনি আরও বলেন, করোনা ভাইরাস বিষয়ে মসজিদগুলোতে ইমামদেরকে নির্দেশনা দিতে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালককে নির্দেশনা দেন। তারা যেন সকলকে এ বিষয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন।