দামুড়হুদা ব্যুরো: দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী পীরপুরকুল্লা গ্রামে প্রকৃতির ডাকে সাড়া দিতে সন্ধ্যারাতে ঘরের বাইরে বেরিয়ে ৮ম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। প্রতিবেশী রহেদ (৩৫) ও সাদ্দাম (৩৫) ওই ছাত্রীর মুখ চেপে ধরে পার্শ্ববর্তী মাঠে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেছে মর্মে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ওই ছাত্রীর পিতা বাদী হয়ে অভিযুক্ত দুজনের নামে গতকাল রোববার বিকেলে দামুড়হুদা মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। গত ১৩ মার্চ শুক্রবার রাত ৮টার দিকে দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লা গ্রামের সুধীর মাঠে ওই ধর্ষণের ঘটনা ঘটে।
মামলাসূত্রে জানা গেছে, দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী পীরপুরকুল্লা গ্রামের ৮ম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রী গত ১৩ মার্চ শুক্রবার রাত ৮টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হয়। এসময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা প্রতিবেশী বাহারের ছেলে দু’সন্তানের জনক রহেদ এবং আব্দুল কাদেরের ছেলে সাদ্দাম ওই ছাত্রীর মুখ চেপে ধরে পার্শ্ববর্তী মাঠে নিয়ে যায়। অভিযুক্ত রহেদ ও সাদ্দাম ওই ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করে। পরে ওই ছাত্রীর পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করলে রহেদ ও সাদ্দাম তাকে মাঠে ফেলে রেখে পালিয়ে যায়। ধর্ষণের শিকার ছাত্রীর মা বলেছেন, আমরা মেয়েকে খোঁজাখুজির এক পর্যায়ে মাঠের মধ্য থেকে আহত অবস্থায় উদ্ধার করি। ঘটনার দু’দিন পর মামলা করার বিষয়ে তিনি বলেন, গ্রামে সালিস বৈঠকের মাধ্যমে আপস মিমাংসার কথা ছিলো। কিন্তু শেষমেষ তা ভেস্তে যাওয়ায় মামলা করতে দেরি হলো। এ ঘটনায় অভিযুক্ত রহেদ ও সাদ্দাম আত্মগোপনে থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।