মাথাভাঙ্গা মনিটর: অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড তিন ম্যাচ ওয়ানডে সিরিজ বাতিল করেছে দু’দেশের ক্রিকেট বোর্ড। ইতোমধ্যে সিরিজের একটি ওয়ানডে অনুষ্ঠিত হয়েছে। তাতে কিউইদের ৭১ রানের বড় ব্যবধানে জিতে ১-০ তে এগিয়ে গিয়েছিলেন অজিরা। মূলত করোনাভাইরাস আতঙ্কে এ সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলীয় ও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে দর্শকশূন্য গ্যালারিতে ও রুদ্ধদ্বার স্টেডিয়ামে। সীমানা থেকে বল কুড়িয়ে আনেন খেলোয়াড়রা। এর আগে ভারত-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচ ওয়ানডে সিরিজ স্থগিত করে দু’দেশের ক্রিকেট বোর্ড। শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানায়, সিরিজটির পরবর্তী সূচি পরে জানিয়ে দেবে তারা। সিরিজের প্রথম ওয়ানডেতে ধর্মশালায় টিম ইন্ডিয়ার মুখোমুখি হওয়ার কথা ছিলো প্রোটিয়াদের। তবে বৃষ্টির কারণে একটি বল না গড়িয়েই ম্যাচটি পরিত্যক্ত হয়। সিরিজের বাকি দুই ওয়ানডে দর্শকহীন মাঠে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিলো বিসিসিআই। তবে করোনার প্রকোপে একদিন পরই সিরিজটি বাতিল করে তারা। ফলে কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরে যাচ্ছেন ডি কক-ডু প্লেসিসরা। প্রাণঘাতী এ ভাইরাসের কারণে এবারের আইপিএল ১৭ দিন পিছিয়ে দেয় বিসিসিআই। এদিন এ সিদ্ধান্তের কথা জানায় তারা। এর আগে করোনার কারণে শ্রীলঙ্কা সফর বাতিল করে ইংল্যান্ড। মূল সিরিজ গড়ানোর আগে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিলো তারা। তবে তা শেষ না করেই ঘরে ফেরার বিমান ধরেন স্টোকসরা। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পরবর্তী ম্যাচগুলো দর্শকবিহীন মাঠে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। সেই টুর্নামেন্টটি ছেড়েও দেশে ফিরে যাচ্ছেন ইংলিশ ক্রিকেটাররা।