দামুড়হুদার দর্শনা চেকপোস্ট দিয়ে আজ থেকে আপাতত ভারতে যেতে পারবে না কোনো বাংলাদেশি
দামুড়হুদা ব্যুরো: করোনা ভাইরাসের প্রভাব পড়েছে ভারতগামী বাংলাদেশিদের ওপর। করোনা ভাইরাস আতঙ্কে দর্শনা চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশিদের ভারতে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দর্শনা চেকপোস্ট ইমিগ্রেশনের এসআই রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেছেন গতকাল শুক্রবার প্রায় আড়াই শতাধিক যাত্রী বাংলাদেশ থেকে ভারতে গিয়েছে। আজ শনিবার থেকে দর্শনা চেকপোস্ট দিয়ে আপাতত ভারতে যেতে পারবেন না কোনো বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী। তবে ভারতীয়দের জন্য থাকছে উন্মুক্ত। ভারতীয় নাগরিকদের বাংলাদেশে আসা-যাওয়ায় বিষয়ে কোনো নিষেধাজ্ঞা জারি না হওয়ায় তারা আসা যাওয়া করতে পারবেন বলেও জানান তিনি।
এদিকে গতকাল শুক্রবার ভারত থেকে ১ হাজার ১৮৩ জন পাসপোর্টধারী যাত্রী বাংলাদেশে এসেছেন বলে জানান মেডিকেল টিমের সদস্য সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. শাহ জামাল। তিনি বলেছেন, গতকাল মোট ১ হাজার ১৮৩ জন যাত্রীর স্ক্যানিং করা হয়েছে।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল শুভ জানান, দর্শনা চেকপোস্টে করোনা ভাইরাস শনাক্তকরণ ও সচেতনতায় কাজ করছে ১৫ সদস্যের মেডিকেল টিম। করোনা ভাইরাস প্রতিরোধে গঠিত মেডিকেল টিম ভারত থেকে যারা এদেশে আসছেন তাদের স্বাস্থ্য পরীক্ষা করছে। সম্প্রতি চীন ও পাশর্^বর্তী দেশ ভারতে করোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়ায় এ বন্দর দিয়ে ভারত ভ্রমণকারীদের স্বাস্থ্য পরীক্ষায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেয়া হচ্ছে। দর্শনা চেকপোস্টে হ্যান্ড স্ক্যানার দিয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। স্বাস্থ্য বিভাগ থেকে একটি থার্মাল স্ক্যানার দিয়েছে। দ্রুততম সময়ের মধ্যেই দর্শনা চেকপোস্ট এলাকায় তা বসানো হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দুপুর ২টার পর থেকে আকর্স্মিকভাবে ভারতে যাত্রী যাওয়া বন্ধ করে দেয় দর্শনা চেকপোস্ট ইমিগ্রেশন বিভাগ। ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনা চেকপোস্টে আসা ভারতগামী যাত্রীদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়। বেশকিছু যাত্রী ভারতীয় ইমিগ্রেশন চেকপোস্টে আটকা পড়ে বলেও জানা যায়।