জীবননগরের দেহাটিতে হিমাগারের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি টগর
জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গা জেলার হিমাগার (কোল্ড স্টোরেজ) নির্মাণ করা হয়েছে। জীবননগর উপজেলার দেহাটিতে নির্মিত জাহান মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ লিমিটেডের গতকাল শুক্রবার উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হাজি আলী আজগার টগর এমপি আনুষ্ঠানিকভাবে এ কোল্ড স্টোরজের উদ্বোধন ঘোষণা করেন। সভাপতিত্ব করেন জাহান মাল্টিপারপাস কোল্ড স্টোরজের চেয়ারপারসন সেলিনা আক্তার জাহান। প্রধান অতিথি সংসদ সদস্য হাজি আলী আজগার টগর এমপি বলেন, জীবননগর উপজেলা কৃষি ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করে আসছে। এ অঞ্চলের মাটি কৃষি চাষের পক্ষে এতোটাই উর্বর একই জমিতে একাধিক ফসল উৎপাদন করা সম্ভব। জীবননগরে ধান, পাট, আলুসহ বিভিন্ন ধরনের সবজি চাষের পাশাপাশি পেঁয়ারা, মাল্টা, স্টবেরী, ড্রাগন চাষে ইতোমধ্যেই অনেক চাষি স্বনির্ভরতা অর্জন করেছেন। কিন্তু এলাকায় কোল্ড স্টোরেজ না থাকায় কৃষকরা তাদের উৎপাদিত পণ্য প্রক্রিয়াজাত করতে না পারার কারণে প্রতিবছর কোটি কোটি টাকার আম, কাঁঠাল, লিচুসহ বিভিন্ন ফল বিনষ্ট হতো। আলু রাখতে কৃষকদের যশোর-খুলনা যেতে হতো। আজ তার অবসান হলো। চুয়াডাঙ্গা জেলায় প্রথম কোল্ড স্টোরেজ নির্মিত হলো। এখন আর চাষিদেরকে কোল্ড স্টোরের জন্য দূর দূরান্তে ছুটতে হবে না। বাড়ির কাছে এ ধরনের স্থাপনা তৈরি হওয়ায় সহজেই চাষিরা কম যাতায়াত খরচে তাদের মালামাল সংরক্ষণ করতে পারবে। তিনি এলাকায় ও এলাকার বাইরে অবস্থানকারীদের এ অঞ্চলের উন্নয়নে এ ধরনের শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ অমল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, জীবননগর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ও উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান প্রমুখ। অনুষ্ঠানে আগত অতিথিদের অর্ভ্যথনা জানান জাহান কোল্ড স্টোরজের ম্যানেজিং ডাইরেক্টর ও ডেভলপরা ব্যবসায়ী চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য মাহবুবুর রহমান ছট্ট।