চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে চোর সিন্ডিকেটের তিন নারী সদস্য আটক

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে চোর সিন্ডিকেটের তিন নারী সদস্যকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে বহিঃবিভাগের টিকেট কাউন্টারের সামনে লাইনে দাঁড়ানো এক নারীর ব্যাগে হাত দিলে হাতেনাতে তাদের আটক করা হয়। এ সময় একজন পালানোর চেষ্টা করলেও অবশেষে ধরা পড়ে। পরে আটককৃতদের চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়। আটককৃতরা হলো, নাটোর জেলা সদরের ইউনুস শেখের স্ত্রী নাসিমা খাতুন, মৃত জাফর মোল্লার স্ত্রী রহিমা আক্তার ও নাজমুল হোসেনের স্ত্রী খাদেজা বেগম। বর্তমানে তারা চুয়াডাঙ্গার সরোজগঞ্জ এলাকার রুস্তম আলীর বাড়িতে ভাড়া থাকেন।
জানা গেছে, গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে বহিঃবিভাগের টিকেট কাউন্টারের সামনে লাইনে দাঁড়ানো এক নারীর ব্যাগে হাত দিলে হাসপাতালের গেটম্যান ফিল্টু বিষয়টি দেখে তাদের হাতেনাতে ধরে ফেলে। এ সময় এক নারী পালানোর চেষ্টা করলে দৌড়ে তার পিছু নিয়ে তাকেও আটক করা হয়। পরে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের কক্ষে তাদের রেখে খবর দেয়া হয় পুলিশে। পরে পুলিশ এসে ওই তিন নারীকে আটক করে থানায় নেয়।