কুষ্টিয়ায় পুত্রবধূকে ধর্ষণ দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় ভেড়ামারা থানার গৃহবধূ ধর্ষণ মামলায় স্বামীর পালক পিতা বিপ্লব দাস (৪৫) যাবজ্জীবন কারাদ- ও ৫০ হাজার টাকা জরিমানা আদেশ দিয়েছেন আদালত।
গতকাল মঙ্গলবার কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দ-প্রাপ্ত হলেন, ভেড়ামারা উপজেলার কারিকরপাড়া গ্রামের মৃত মনোরঞ্জন দাসের ছেলে বিপ্লব দাস (৪৫)।
আদালতসূত্রে জানা যায়, ২০১৯ সালের ২১ মে, রাত ১১টায় ওই গৃহবধূর স্বামী কুমার বিশ^াসের অবর্তমানে কুমার বিশ^াসের সম্পর্কে পালক পিতা বিপ্লব দাস ঘরে ঢুকে ইচ্ছের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এতে ওই গৃহবধূ লোকলজ্জার ভয়ে ভীত হয়ে পড়ে। পরদিন দুপুর ১২টায় আসামি বিপ্লব দাস গৃহবধূকে তার পিত্রালয় ঝিনাইদহ জেলার শৈলকুপায় পৌঁছে দেয়ার কথা বলে গাড়ি উঠে ঢাকার নবীনগর এলাকাস্থ আসামির এক আত্মীয়র বাসাতে ১৫দিন আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে। পরে সুযোগ বুঝে ওই গৃহবধূ পালিয়ে এসে পরিবারের কাছে ঘটনা খুলে বলেন। এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূর মা ঝিনাইদহ জেলার বাসিন্দা বুলবুলি রানী বিশ^াস আসামি বিপ্লব দাসের বিরুদ্ধে ভেড়ামারা থানায় মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৭ সালের ৭ নভেম্বর আসামি বিপ্লব দাসের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০র দ:বি: ৯ (১) ধারায় অভিযোগ এনে আদালতে চার্জশিট দেয় পুলিশ।
কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের রাষ্ট্রপক্ষের কৌশুলী (পিপি) অ্যাড. আব্দুল হালিম সত্যতা নিশ্চিত করে বলেন, ভেড়ামারা থানার ওই গৃহবধূ ধর্ষণ মামলার একমাত্র আসামি বিপ্লব দাস প্রতারণা করে আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ সাক্ষ্য শুনানিতে সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তার যাবজ্জীবন কারাদ- ছাড়াও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সাজার আদেশ দিয়েছেন।