চুয়াডাঙ্গা জেলা বেকারি মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। চুয়াডাঙ্গা গ্রীনফুডের তহিবুবর রহমান চৌধুরী বাবুকে সভাপতি ও রামনগরের প্রিয় ফুডের হাসানুজ্জামান সজিবকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির দুজন সহসভাপতি হলেন ডিঙ্গেদহের মিষ্টি ফুডের মতিয়ার রহমান ও কার্পাসডাঙ্গার শাহ ফুডের এনামুল হক শাহ ইনু। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন আলমডাঙ্গা মডার্ন বেকারির ফিরোজ রহমান মিলন জয়েন্ট সেক্রেটারি, কার্পাসডাঙ্গার গাউছিয়া ফুডের হাফিজুর রহমান বাবু সাংগঠনিক সম্পাদক, চুয়াডাঙ্গা অনন্যা ফুডের হাজি মো. সাইজুল ইসলাম অর্থ সম্পাদক, চুয়াডাঙ্গার চুয়াডাঙ্গা ফুডের কামরুজ্জামান সেলিম সহ-অর্থসম্পাদক, আলমডাঙ্গা ফরিদপুরের রকিব ফুডের মিজানুর রহমান প্রচার সম্পাদক ও চুয়াডাঙ্গা অভি ফুডের সোহেল রানা সহ-প্রচার সম্পাদক। এছাড়া সদস্যরা হলেন চুয়াডাঙ্গা জননী ফুডের আজম আল আকরাম, জীবননগর মুজাহিদ ফুডের মোজাফ্ফর হোসেন, কুড়–লগাছির বাধন ফুডের শরিফ উদ্দিন, চিৎলা মায়ের দোয়া ফুডের আবু বকর সিদ্দিক, আসমানখালীর সুইড ফুডের দেলোয়ার হোসেন সুইট, আটকবরের মিনার বেকারির আবদুস সালাম, মদনার ভাই ভাই ফুডের হুমায়ন কবির, বেগমপুরের ঢালি ফুডের স্বপন আলী ও আটকবরের ভাই ভাই ফুডের রমজান আলী। প্রেসবিজ্ঞপ্তি।