ভ্রাম্যমাণ/কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে পরিচ্ছন্ন-গ্রাম পরিচ্ছন্ন-শহর বাস্তবায়নের জন্য অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে এ আলোচনাসভার আয়োজন করা হয়। ইউপি চেয়ারম্যান মো. খলিলুর রহমান ভুট্টোর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিঙ্কন। বিশেষ অতিথি ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সভাপতি শফিকউর রহমান, সাধারণ সম্পাদক নজির আহম্মেদ, আ.লীগ নেতা আব্দুস সালাম বিশ্বাস। অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন চিকিৎসক ডা. সহিদুল ইসলাম, শিক্ষক নুরুল আমিন প.প. কর্মকর্তা জামসেদ আলী, একতা হেয়ার প্রসেসিং সমিতির সভাপতি হাসিবুজ্জামান শহীদ, বিশিষ্ট সমাজসেবক সোহরাব হোসেন সিরা, আ.লীগ নেতা আমিনুল ইসলাম ফুরুই, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ইমদাদুল হক ইমন, সাধারণ সম্পাদক মোস্তাফিজ কচি, কৃষকলীগের সাধারণ সম্পাদক সাজেদুল বিশ্বাস মিঠু, কার্পাসডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি আব্দুল জলিল, শিক্ষক আনিসুল হক, ইমাম নাজিম উদ্দিন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান রানা, সাধারণ সম্পাদক সানাউল কবির শিরিনসহ সুশীল সমাজের প্রতিনিধিসহ ইউপি সদস্য প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা পরিষ্কার পরিচ্ছনতার ওপর গুরুত্বারোপ করে আমাদের পরিবেশটাকে পরিষ্কার রাখার আহবান জানান। পরিষ্কার পরিচ্ছনতা ইমানের অঙ্গ। এছাড়াও বক্তারা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নিজ নিজ গৃহসহ সকল প্রতিষ্ঠানের কর্মকর্তাদেরকে পরিচ্ছনতা নীতিমালা মেনে চলার আহবান জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউপি সচিব মহিউদ্দিন।