স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌরসভা দলের খেলোয়াড়দের মধ্যে ট্রাকস্যুট প্রদান করা হয়েছে। চুয়াডাঙ্গা পৌরসভার ফুটবলদল বঙ্গবন্ধু-১৭ টুর্নামেন্ট ২০১৯ চ্যাম্পিয়ন ও রহিমা অফিসার ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২০ এ চ্যাম্পিয়ন হয়। দলের খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য তাদেরকে ট্রাকস্যুট প্রদান করেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় খেলোয়াড়দের মধ্যে তিনি এসব ট্রাকস্যুট প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর সচিব শরিফুল ইসলাম, প্যানেল মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন, ডা. আফছার উদ্দিন কলেজের অধ্যক্ষ পৌরসভা দলের ম্যানেজার মহাবুল ইসলাম সেলিম, পৌরসভা ফুটবল দলের কোচ মিলন, ব্যাডমিন্টন দলের কোচ রোকনুজ্জামান রোকন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হুসাইন জ্যাকি, পৌর ছাত্রলীগ নেতা ইমরান প্রমুখ।