চুয়াডাঙ্গা আলমডাঙ্গার মৎস্যজীবী দলের কমিটি গঠন

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গা থানা মৎসজীবী দলের আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা জেলা মৎসজীবী দলের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎসজীবী দলের আহ্বায়ক কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আবু বক্কর সিদ্দিক বকুল। বিশেষ অতিথি ছিলেন জেলা যুগ্মআহ্বায়ক মো. মশিউর রহমান বাবু, পৌর বিএনপির সাবেক সহসভাপতি ইনতাজ আলী, পৌর মৎসজীবী দলের আহ্বায়ক নূর ইসলাম বুদো, ১নং যুগ্মআহ্বায়ক মুন্সি আব্দুল হাকিম, সদর থানা আহ্বায়ক সাজিবর রহমান, ১নং যুগ্মআহ্বায়ক আবু সালেহ মেম্বার, দামুড়হুদা থানার যুগ্মআহ্বায়ক আব্দুল মোমিন ও দর্শনা পৌর ১নং যুগ্মআহ্বায়ক হারেজ উদ্দিন ডাবল।
অনুষ্ঠানে সভাপতি তার বক্তব্যে বলেন, আমরা খ- বা গ্রুপ করে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে চায় না। এটা কোনো মহলের ধারণা বা আতঙ্ক মাত্র। ভ্রান্ত ধারণা ছড়িয়ে জনমনে প্রশ্ন বৃদ্ধ করে বা কোনো প্রকারের ভয়ভীতি প্রদর্শনসহ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর শালিনতা হানিকর কথায় অন্ত্যত চুয়াডাঙ্গা জেলা মৎসজীবী দল থেমে থাকবে না। দলের শৃঙ্খলা ফেরানোসহ জেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনগুলো এক কাঁতারে দাঁড়িয়ে বিএনপির নেতৃত্বে পথ চলার প্রত্যাশা নিয়ে মাঠ ও নিজ দল গোছানোর প্রয়োজনে যা যা করণীয় মৎসজীবী দল তা করবে। প্রয়োজনে দলের শৃঙ্খলা না ফেরা পর্যন্ত কেন্দ্র ঘোষিত সকল কার্যক্রম মৎসজীবী দল নিজ গতিতে পালন করবে। অন্যান্য বক্তাগণ একই সুরে বক্তব্য শেষে সর্বসম্মতিক্রমে তৃণমূল থেকে দলকে সু-সংগঠিত করার লক্ষ্যে আলমডাঙ্গা থানার নবগঠিত আহ্বায়ক কমিটির প্রতি অনুরোধ জানান।

জেহালা ইউনিয়ন আহ্বায়ক মো. অহিদুল ইসলাম, খাদিমপুর ইউনিয়ন কো-আহ্বায়ক রফিকুল ইসলাম, নাগদাহ ইউনিয়ন ১নং যুগ্মআহ্বায়ক আব্দুর রশিদ হেবা, বেলগাছি ইউনিয়ন যুগ্মআহ্বায়ক মাহাবুল হক, গাংনী ইউনিয়ন যুগ্মআহ্বায়ক মোজাম উদ্দিন, ভাংবাড়িয়া ইউনিয়ন যুগ্মআহ্বায়ক দুলাল আহমেদ, ডাউকি ইউনিয়ন যুগ্মআহ্বায়ক লাল মুহাম্মদ, খাসকররা ইউনিয়ন যুগ্মআহ্বায়ক মামুন আল রশিদ, কালীদাসপুর ইউনিয়ন যুগ্মআহ্বায়ক হামিদুল হক, সদস্য জামজামী গ্রামের আব্দুল মান্নান, শুকুর আলী, নাগদাহের তোফায়েল আহমেদ, কুমারীর তাইজাল ইসলাম, হারদীর শোয়েব আহমেদ, বড়গাংনীর হামিদুল হক, আইলহাস গ্রামের
লাল্টু মল্লিক, বারাদীর আব্দুর রাজ্জাক, স্বপন আহমেদ, চিৎলা গ্রামের শাহাবুদ্দীন, মোজাম উদ্দিন ও ঘোলদাড়ি গ্রামের আবু হানিফ। ২১ সদস্য বিশিষ্ট আলমডাঙ্গা থানা নবগঠিত কমিটিকে আগামী ৩০ দিনের ভেতরে প্রতিটি ইউনিয়নে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনপূর্বক ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন নেয়ার নির্দেশ দেয়া হলো।