আলমডাঙ্গায় লাটাহাম্বার চাপায় এক সবজি ব্যবসায়ী নিহত : আহত ২

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় লাটাহাম্বার চাপায় সিরাজুল ইসলাম (৫৫) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় সঙ্গে থাকা আরও দুজন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের জগন্নাথপুর ব্রিজের নিকট এ দুর্ঘটনা ঘটে। নিহত সবজি ব্যবসায়ী আলমডাঙ্গা উপজেলার জগন্নাথপুর গ্রামের মোজাহার আলীর ছেলে। নিহত সিরাজুল ইসলাম ৯ সন্তানের মধ্যে সবার বড়। সিরাজুল ইসলাম ছিলেন ৩ কন্যা সন্তানের জনক। ছোট মেয়ের বয়স মাত্র ২ বছর। আহত দুজন একই গ্রামের দাউদ আলীর ছেলে ইমরান হোসেন (২৫) ও ওমর আলীর ছেলে আহার আলী (৫৫)।
জানা গেছে, নিহত সিরাজুল ইসলাম আলমডাঙ্গা শহরে আড়ত নিয়ে সবজি ব্যবসা করতেন। সিরাজুল ইসলামের আড়তের কর্মচারী আহত ইমরান ও আহার আলী। সন্ধ্যার পর তারা আলমডাঙ্গা থেকে একই মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে জগন্নাথপুর ব্রিজের নিকট পৌঁছুলে রাস্তায় গর্ত থাকায় মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়েন তারা। এ সময় পেছন দিক থেকে আসা দ্রুতগামী লাটাহাম্বার চাপায় নিহত হন সিরাজুল ইসলাম। স্থানীয়রা উদ্ধার করে দ্রুত আলমডাঙ্গার ফাতেমা ক্লিনিকে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সিরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। অন্যরা স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন। নিহতের লাশ গতকাল রাতে বাড়িতে নিলে শোকবিহ্বল পরিবেশের সৃষ্টি হয়। বৃদ্ধ পিতা-মাতা, স্ত্রী, কন্যা ও ভাই-বোনসহ নিকট আত্মীয়দের বুক ফাঁটা আতর্নাদে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। আজ বাদ জোহর গ্রামের কবরস্থানে নিহতের লাশ দাফন করা হবে।