স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একের পর এক ব্যর্থতার গল্প লিখতে লিখতে যখন দেশের সংবাদ মাধ্যম ক্লান্ত ঠিক সেই সময়ই ইতিহাস সেরা গল্প লেখার সুযোগ করে দিলো দেশের যুব টাইগাররা। বিশ্বকাপে সর্বাধিক শিরোপা জয়ী ভারতকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো বাংলার যুব টাইগাররা। বাংলাদেশের প্রতিটি মানুষের কাছেই এখন একটি গল্পের শিরোনাম যুব টাইগার। হ্যাঁ সেটা তো হওয়ারই কথা। তারা যে বাংলাদেশকে নিয়ে গেছে বিশ্বে সবার উপরে। যেখানে জাতীয় ক্রিকেট দল এখন পর্যন্ত কোন বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সুযোগ পায়নি সেখানে যুবারা বিশ্বকাপ অর্জন করে ফেলেছে। সত্যিকার অর্থে এই আনন্দ প্রকাশ করা দেশের কোন মানুষের দ্বারাই এখন সম্ভব না। এটা প্রতিটি বাঙালীর কাছে এক অনুভূতির নাম। তবে এখন পুরো বাঙালি জাতি অপেক্ষা করছে বীর বাঙালিদের প্রত্যাবর্তন জন্য। ফাইনাল শেষ হলেও পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী দেশে ফেরার জন্য তাদের অপেক্ষা করতে হবে বুধবার পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি বুধবার সকাল ৮ টা ১০ মিনিটে ট্রফি নিয়ে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবে আকবর বাহিনী। গত রোববার ভারতের বিপক্ষে বিশ্বকাপ জয় করায় আকবর বাহিনীকে অভিনন্দনে ভাসাচ্ছেন বিশ্বের দামি-দামী তারকারা। এ তালিকায় বাদ যাননি ভারতের ক্রিকেটাররাও।
সবার অপেক্ষা কবে আসবে আকবর বাহিনী
