মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা আইনশৃঙ্খলা, মানব পাচার, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করা হয়। হয়। সভাতিত্ব করেন জেলা প্রশাসক আতাউল গনি। সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান, সিভিল সার্জন ডাক্তার নাসিরউদ্দিন, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসমান গনি, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আসকার আলী প্রমুখ।