জীবননগরে নারীসহ তিন মাদকব্যবসায়ী ফেনসিডিলসহ গ্রেফতার

জীবননগর ব্যুরো: জীবননগর থানা পুলিশ গত দু দিন মাদকবিরোধী বিশেষ ঝটিকা অভিযান পরিচালনা করেছে। মাদকবিরোধী এ অভিযানে এক নারী ও তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের নিকট থেকে উদ্ধার করা হয়েছে ২৩৪ বোতল ফেনসিডিল।
জীবননগর থানাসূত্রে জানা যায়, জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে এসআই সিরাজুল আলম, এএসআই মিলন, ইমামুল ও আরিফসহ পুলিশের একটি দল মঙ্গলবার রাত ১০ টার দিকে চোরপোতা তেঁতুলিয়ার প্রধান সড়কের পাশে ওৎ পেতে থাকে। এ সময় মাদক ব্যবসায়ী সাইদুর রহমানকে ২শ’ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। আটক সাইদুর রহমান জীবননগর হাসপালপাড়ার মৃত রাহাত উল্লাহর ছেলে। গতকাল বুধবার সকালে চ্যাংখালী সড়কের থানা মোড় থেকে ২২ বোতল ফেনসিডিলসহ মাদক বহনকারী মনোয়ারা খাতুনকে (৩৫) আটক করা হয়। আটককৃত নারী মাদক ব্যবসায়ী মনোয়ারা বেগম ঝিনাইদহ জেলার মহেশপুর ক্যাম্পপাড়ার সহিদুল ইসলামের মেয়ে। এছাড়াও গতকাল বুধবার সন্ধ্যায় উথলী বাজার গোরস্থানের পাশ থেকে ১২ বোতল ফেনসিডিলসহ উথলী মোল্লাবাড়ির হাফিজুর রহমানের ছেলে সাকিব হোসেন নয়ন (১৮) ও উথলী আমতলাপাড়ার সলেমান ম-লের ছেলে মাসুদুর রহমান টুটুল (১৮)।
জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ ফেনসিডিলসহ এক নারী ও তিন মাদক ব্যবসায়ী গ্রেফতারের সত্যতা সাংবাদিকদের নিশ্চিত করেছেন।