স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার পৌর ওয়ার্ড কমিটি গঠন, কার্যপরিধি ও দায়-দায়িত্ব বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ, প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন বাংলাদেশ সরকার, সহায়তাপুষ্ট তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প (ইউজিআইআইপি-৩ প্রকল্পের সহায়তায় প্রশিক্ষণ দু’দিনব্যাপী প্রশিক্ষণের প্রথম দিনে ১, ২, ৩, ৪ ও ৫নং ওয়ার্ডের সদস্যরা প্রশিক্ষণ গ্রহণ করেন। আজ মঙ্গলবার দিতীয় দিনে ৬, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণে ওয়ার্ড কমিটির প্রেক্ষাপট, গুরুত্ব, গঠনকাঠামো, সভাসম্পর্কিত, কার্যপরিধি ও দায়-দায়িত্ব, কর্মসূচি, বৈশিষ্ট, ওয়ার্ড কমিটিকে বেগবান করার কৌশল বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণে পৌরসভার ৭জন কাউন্সিলর উপস্থিত ছিলেন, যথাক্রমে জাহাঙ্গীর আলম মালিক, গোলাম মস্তফা শেখ মাস্তার, জাহাঙ্গীর আলম, শাহিনা আক্তার রুবি, নাজরিন পারভীন মলি, মুন্সি রেজাউল করিম খোকন ও সুলতান আরা রতœা। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ দেন আব্দুল মান্নান, আঞ্চলিক সমম্বয়কারী ফরিদপুর অঞ্চল, ফরিদপুর, জাফর কুদ্দুস, প্রশিক্ষণ স্পেশালিস্ট, জিআইসিডি, এলজিইডি, সদর দপ্তর, ঢাকা। প্রশিক্ষণে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পৌরসভার সচিব কাজী শরিফুল ইসলাম ও মো. নাজমুল ইসলাম, এলসিডিএ, জিআইসিডি, চুয়াডাঙ্গা পৌরসভা।