Untitled

চুয়াডাঙ্গায় এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহই করছে ১৩ হাজার ৪৪৫ জন পরীক্ষার্থী

স্টাফ রিপের্টার: চুয়াডাঙ্গায় ২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৩ হাজার ৪৪৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। আগামীকাল ৩ ফেব্রুয়ারি সোমবার থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়ে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ২০২০ সালের এসএসসি পরীক্ষায় ১৭টি কেন্দ্র/ভেন্যুতে ১০ হাজার ৪৭০জন এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল) পরীক্ষায় ৬টি কেন্দ্র/ভেন্যুতে ১ হাজার ৭৮৬ জন এবং দাখিল পরীক্ষায় ৫টি কেন্দ্রে ১ হাজার ১৮৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। কেন্দ্রগুলো হলো ভিজে সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ১৭৮ জন, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৫ জন, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫০০ জন, ছাদেমাননেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৬৯৬ জন, আলমডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮৪৮ জন, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ১৭৬ জন, মুন্সীগঞ্জ একাডেমি কেন্দ্র ও মুন্সিগঞ্জ বালিকা বিদ্যালয় ভেন্যুতে ৬০০ জন, হাটবোয়ালিয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র ও হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ভেন্যুতে ৫৬৫ জন, দামুড়হুদা সরকারি পাইলট হাইস্কুল কেন্দ্রে ৫৪৭ জন, দামুড়হুদা পাইলট গার্লস হাইস্কুল কেন্দ্রে ৫৫০ জন, মেমনগর বিডি হাইস্কুল কেন্দ্র ও দর্শনা বালিকা বিদ্যালয় ভেন্যুতে ৭০৮ জন, কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র ও কার্পাসডাঙ্গা ইসলামিয়া ফাযিল মাদরাসা ভেন্যুতে ৫৮৬ জন, জীবননগর থানা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র ও জীবননগর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভেন্যুতে ৪৬৬ জন, আন্দুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র ও আন্দুলবাড়িয়া বহুমূখী মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভেন্যুতে ৩৪৩ জন, হাসাদহ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র ও হাসাদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভেন্যুতে ৩০৩ জন, উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ১৭৫ জন ও মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ২২৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৩৬২ জন, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও ছাদেমাননেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভেন্যুতে ২৭৫ জন, আলমডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ ভেন্যুতে ৪৬২ জন, দামুড়হুদা পাইলট গার্লস হাইস্কুল কেন্দ্র ও দামুড়হুদা সরকারি পাইলট হাইস্কুল ভেন্যুতে ৩০২ জন, জীবননগর থানা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র ও জীবননগর থানা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভেন্যুতে ২৩৩ জন এবং জীবননগর থানা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ১৫২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। দাখিল পরীক্ষায় চুয়াডাঙ্গা সিনিয়র আলীয়া মাদরাসা কেন্দ্রে ২৬১ জন, আলমডাঙ্গা আলিম মাদরাসা কেন্দ্রে ২৮৮ জন, দামুড়হুদা ডিএস দাখিল মাদরাসা কেন্দ্রে ২০২ জন, কার্পাসডাঙ্গা ইসলামিয়া ফাযিল মাদরাসা কেন্দ্রে ১৭৫ জন এবং জীবননগর আলিম মাদরাসা কেন্দ্রে ২৬৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

চুয়াডাঙ্গায় এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের জন্য পরীক্ষা কেন্দ্রের মধ্যে ও বাইরে আইনশৃঙ্খলা নিশ্চিত করা হবে। প্রত্যেক পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে ফৌজদারী কার্যবধির ১৪৪ ধারা জারি করা হবে। পরীক্ষা সার্বিক তদারকির জন্য চারটি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক নিয়োগ করা হবে। পরীক্ষার কক্ষে পরিদর্শকদেরকে বোরকা পরিহিত মেয়েদের সঙ্গে থাকা প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের ছবির সাথে তাদের মুখম-ল মিলিয়ে নেয়া এবং কানে ইয়ারফোন আছে কিনা চেক করার নির্দেশনা দেয়ার জন্য কেন্দ্র সচিবদের অনুরোধ জানানো হয়েছে। কেবলমাত্র সংক্রামক ও ছোঁয়াচে পরীক্ষার্থী ছাড়া অন্য কোনো পরীক্ষার্থী সিক বেডে পরীক্ষা দিতে পারবে না। প্রতি ৩২ জন থেকে ৪০ জন পরীক্ষার্থীর জন্য দুজন করে কক্ষ পরিদর্শক নিয়োজিত থাকবে। প্রতিটি কেন্দ্র বাধ্যতামূলকভাবে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। পরীক্ষা হলের ফ্যান ও বাল্প সচল করতে এবং পরীক্ষা কেন্দ্রে বিদ্যমান শৌচাগারসমূহ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কেন্দ্র সচিব ও হলসুপার ব্যতীত অন্য কেউ কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। পরীক্ষা শুরুর তিনদিন আগে হতে কোচিং সেন্টার বন্ধ রাখাতে হবে। পরীক্ষা চলাকালীন ফটোকপি মেশিন বন্ধ রাখতে হবে। শারীরিক প্রতিবন্ধী হলে পরীক্ষা শুরুর ২দিন পূর্বে কেন্দ্র সচিবের নিকট আইডিকার্ডসহ আবেদন করতে হবে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন’র জন্য অভিভাবক ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।