সীমান্তে হত্যাকা-ের প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন কর্মসূচি পালিত

স্টাফ রিপোর্টার: সীমান্তে হত্যাকা-ের প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বিকেলে শহরের শহীদ হাসান চত্বরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখা এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি জামাল উদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মিসবাহের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি আবু বকর, প্রচার-প্রকাশনা সম্পাদক লিটন মাহমুদ, অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ, কলেজ সম্পাদক আবুল কালাম, সাহিত্য সম্পাদক নাহিদ হাসান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ভারতীয় প্রতিরক্ষা বাহিনী বিএসএফ সীমান্তে প্রতিনিয়ত বাংলাদেশিদের পাখির মতো গুলি করে হত্যা করছে। যা কোনোভাবেই একটি প্রতিবেশী বন্ধুরাষ্ট্রের আচরণ হতে পারে না। বক্তারা বলেন, বিগত ১০ বছরে ৩৩২ জন বাংলাদেশি নৃশংসভাবে হত্যা করেছে বিএসএফ। যা এ বছরের জানুয়ারি মাসে ১০ জনকে হত্যা করেছে। এ সকল বিচার বহির্ভূত হত্যাকা-, আন্তর্জাতিক নিরাপত্তা আইনের সম্পূর্ণ পরিপন্থি। সীমান্তে সংঘঠিত সকল হত্যাকা-ের সুষ্ঠু তদন্ত ও বিচার করে ভারতকে বন্ধু রাষ্ট্রের পরিচয় দিতে হবে। অন্যথায় বাংলাদেশ সরকারকে আহ্বান জানাবো সীমান্তে হত্যাকা- বন্ধে ও হত্যার সুষ্ঠু বিচারের জন্য আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হতে।