সরোজগঞ্জে এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে করার লক্ষ্যে মতবিনিময়সভা

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রের এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে বিদ্যালয়ের হলরুমে এলকার সূধিজন ও কেন্দ্রের অন্তরগত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও কক্ষ পরিদর্শকদের এ সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলা উদ্দিন আহমেদ। প্রধান অতিথি ছিলেন ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও তেতুল শেখ কলেজের প্রতিষ্ঠাতা হাজি আব্দুল্লা শেখ। বক্তব্য রাখেন ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব আবু সালেহ, খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবুল বাশার, আইলহাস লক্ষিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাইজাল হোসেন, তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক মনতাজুল ইসলাম, জাহানারা খাতুন, ছাকিনা খাতুন, খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সোহেব আহম্মেদ, শামিম হোসেন, হারুন অর রশিদ, সত্যবানশীল, ইয়াসমিন পারভিন, ইয়াসমিন নাসরিন, আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কবির উদ্দিন, মহাম্মদজমা ডিএএসএস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আরিফুর রহমান, আব্দুর রহমান, শামীমা আক্তার, ডিঙ্গেদহ বালিকা বিদ্যালয়ের শিক্ষক শফিকুর রহমান, মাহাবুবুর রহমান, তিয়রবিলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সাইদুর রহমান, আব্দুল গনি, রাশিউল হক, শ্রীকোল বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কাছেদ আলী, সাইদা আলেয়া পারভিন, আব্দুল মাজিদ, আশাদুল হক প্রমুখ।