চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন স্কুলে বিদায় বরণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন স্কুল এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, ছাত্ররা ক্ষুধা ও দারিদ্রের বিরুদ্ধে সংগ্রাম করে লেখাপড়া শেষে বেকারত্বের অভিশাপ মাথায় নিয়ে ঘুরে বেড়াই। এ অপবাদ দূর করার জন্যই আজকের এই কর্মমুখী শিক্ষা ব্যবস্থা। আগামীতে এই প্রতিষ্ঠান থেকে বের হওয়া প্রতিটি ছাত্র-ছাত্রী অভিশাপ নয়, দক্ষ মানব সম্পদে পরিণত হবে।
বেগমপুর প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গা সদর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হিজলগাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আনোয়ার হোসেন স্বপন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক আলোচনা রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইফুল আজম মিন্টু। সহকারী প্রধান শিক্ষক আলী হোসেনের উপস্থপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন সাংবাদিক সালাউদ্দিন কাজল, সদস্য মিল্টন বিশ্বাস, দেলোয়ার হোসেন, হিজলগাড়ি বাজার কমিটির সভাপতি মীর মফিজ উদ্দিন, আ.লীগ নেতা মিজানুর রহমান, শিক্ষক শফিকুল ইসলাম, ওয়াজেদ আলী, আবুল হোসেন, সাজেদুর রহমান, শেফালী পারভীন, শাহানাজ পারভীন প্রমুখ। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক আজিজুল হক।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গা হারদী নিপ্পন জোহা টেকনিক্যাল স্কুলে এসএসসি (ভোকেশনাল) শিক্ষার্থীদের বিদায়-বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় হারদী নিপ্পন জোহা এডুকেশন কমপ্লেক্সে অবস্থিত এলাকার অন্যতম বৃহত্তম শিক্ষাপ্রতিষ্ঠান হারদী নিপ্পন জোহা টেকনিক্যাল স্কুলে এসএসসি ভোকেশনাল ছাত্র-ছাত্রীদের বিদায় ও নবাগতদের বরণ উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। স্কুলের সুপারিনটেনডেন্ট আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন হারদী মীর সামসুল ইসলাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মনিরুজ্জামান, এমএস জোহা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সদস্য শিক্ষক ওমর খৈয়াম ও দৈনিক স্পন্দন পত্রিকার আলমডাঙ্গা অফিস প্রধান অধ্যক্ষ জামসিদুল হক মুনি। শিক্ষক রুবেল ইসলামের উপস্থাপনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক হাসিবুল ইসলাম, আকরম আলী, মনিরুজ্জামান মানিক, হাবিবুর রহমান, সিরাজুল ইসলাম, নাজমুল হক ও আশরাফুল ইসলাম। ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে অনুষ্ঠানে মানপত্র পাঠ করে আশিফ ও শাহানাজ পারভীন।
জুড়ানপুর প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদার বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়ে নবাগতদের বরণ এবং এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে। এ অনুষ্ঠান সভাপতিত্ব করেন বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন। ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের অফিস সহকারী গোলাম ছারোয়ার নান্নুর সঞ্চালনায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাড রফিকুল আলম রান্টু, জুড়ানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রেজাউল হক রেজা, সাধারণ সম্পাদক আবু তালেব, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন মতিয়ার রহমান মতি, ২নং ওয়ার্ড আ.লীগ সভাপতি মতিয়ার রহমান মন্টু, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, ইউপি সদস্য মোজাফফর হোসেন, আইনুদ্দীন, আব্দুল বারী, সহকারী প্রধান শিক্ষক মুনছুর আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক আজিজুল হক, বিষ্ণুপুর কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক জামিরুল ইসলাম, অধ্যক্ষ এএসএম ফিরোজ ইফতেখার, ইদ্রিস আলী, মিজানুর রহমান, সহকারী শিক্ষকগণ ও ছাত্র ছাত্রীরা।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর সদর উপজেলার রাজনগর দাখিল মাদরাসার উদ্যোগে এসএসসি দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী ও নবাগতদের বরণ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার মাদরাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন হয়। মাদরাসার সুপার লোকমান হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি সদস্য আরমান আলী। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা একাডেমি সুপার আনারুল ইসলাম। বক্তব্য রাখেন সহ-সুপার বিল্লাল হোসেন, সহকারী শিক্ষক রাশিদুল ইসলাম, খাইরুল ইসলাম, জাহিদুর ইসলাম, ক্রীড়া শিক্ষক আনারুল ইসলাম প্রমুখ। পরে সেখানে নবীনদের বরণ করা হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এদিকে উপজেলার আমঝুপি আইডিয়াল স্কুলের উদ্যোগে আইডিয়ালের নবাগত শিক্ষার্থীদের বরণ ও কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কৃত করা হয়েছে। দুপুরের দিকে বিদ্যালয় প্রাঙ্গণে নবীন বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আমঝুপি ইউপি চেয়ারম্যান ও আইডিয়াল স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি বোরহান উদ্দিন আহমেদ চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আদালতের প্রশাসনিক কর্মকর্তা মতিউল আশরাফ, স্কুলের পরিচালক সেলিম রেজা, সদস্য আতিউর রহমান বিশু, আনোয়ার হোসেন প্রমুখ। পরে সেখানে নবীনদের বরণ ও পুরস্কার বিতরণ করা হয়।