চুয়াডাঙ্গায় মুজিববর্ষ পালনে আ.লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিববর্ষ পালনে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় রেড চিলি চাইনিজ রেস্তোরায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলী আজগার টগর, মোশারফ হোসেন, নাসির উদ্দিন আহমেদ, খুস্তার জামিল, মুহ. রহমত উল্লাহ্, নজরুল মল্লিক, যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, অ্যাড. শামসুজ্জোহা ও হাবিবুর রহমান লাভলু, সাংগঠনিক সম্পাদক মাসুদ উজ্জামান লিটু, দফতর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. নূরুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাড. তালিম হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক কায়সার আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ জয়নাল আবেদীন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহীদুল্লাহ খান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মালিক, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আরশাদ উদ্দিন আহমেদ চন্দন, শিক্ষা বিষয়ক সম্পাদক এসএম জাকারিয়া আলম, শিল্প ও বাণিজ্য সম্পাদক হাবিল হোসেন জোয়ার্দ্দার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, উপপ্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, কোষাধ্যক্ষ আলী রেজা সজল, কার্যকরী কমিটির সদস্য নজরুল ইসলাম জোয়ার্দ্দার সোনা মিয়া, হাবিবুল্লাহ বাহার, আব্দুল ওহাব, আব্দুল মান্নান নান্নু, সিরাজুল আলম ঝন্টু, মাহফুজুর রহমান মঞ্জু, গোলাম মোর্তুজা, উপাধ্যক্ষ নজরুল ইসলাম, শাহ আলম, আব্দুর রহমান, মতিয়ার রহমান, আব্দুল কাদের, ইয়াকুব হোসেন, কাজী খালেদুর রহমান অরুন, খলিলুর রহমান, দেলোয়ার হোসেন, শাহাদৎ হোসেন, আবু মুছা, সিরাজুল ইসলাম, সোহরাব হোসেন, আবু মো. আব্দুল লতিফ অমল, অ্যাড. বেলাল হোসেন ও মো. আব্দুল আজিজ। সভায় বছর ব্যাপী মুজিববর্ষ পালনের জন্য জেলা পর্যায়ে কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি চুয়াডাঙ্গা-১ কে সভাপতি, আলী আগজার টগর এমপি চুয়াডাঙ্গা-২ কে সহ-সভাপতি এবং সদস্য হিসেবে নুরুল ইসলাম মালিক, এসএম জাকারিয়া আলম, মতিয়ার রহমান, ইয়াকুব আলি মাস্টার. মো. আরিফ, মো. ইকবাল হোসেন, শ্রী মতি রেবা রানী শাহা, মো. মাহামুদুল হক লিটন এবং রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনকে সদস্য সচিব নির্বাচিত করা হয়। উক্ত কমিটির নেতৃবৃন্দ বছর ব্যাপী জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে মুজিববর্ষ যথাযোগ্য মর্যাদার সাথে পালনের নিমিত্তে পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নের জন্য কমিটি গঠনসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করবেন। সভা শেষে কমিটির নেতৃবৃন্দ জেলা আওয়ামী লীগের স্থায়ী কার্যালয় নির্মাণের স্থান পরিদর্শন করেন।