মহেশপুর প্রতিনিধি: মহেশপুরের পদ্মপুকুর শেখ হাসিনা ডিগ্রি কলেজ জাতীয়করণ হওয়ায় বৃহস্পতিবার সকালে কলেজ কর্র্তৃপক্ষ স্থানীয় এমপি চঞ্চলকে গণসংবর্ধনা প্রদান করে। কলেজের অধ্যক্ষ আব্দুল হাই’র সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, উপজেলা আ.লীগের সাবেক প্রচার সম্পাদক মুক্তার হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মালেক গাজী, নেপা ইউপি চেয়ারম্যান শামছুল আলম মৃধা, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহেশপুর থানার অফিসার ইনচার্জ মোর্শেদ হোসেন খাঁন, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, শ্যামকুড় ইউপি চেয়ারম্যান আমান উল্লাহ, আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন, তিমির চৌধুরী, খবির উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, পদ্মপুকুর কলেজটি ১৯৯৫ সালে স্থাপিত হয়। ১৯১৭ সালে পদ্মপুকুর কলেজটির নাম পরিবর্তন করে শেখ হাসিনা ডিগ্রি কলেজ নামকরণ করা হয় এবং ৩ বছরের মাথায় কলেজটি জাতীয়করণ হয়। বর্তমান এমপি শফিকুল আজম খাঁন চঞ্চল ও এলাকাবাসীর ঐকান্তিক প্রচেষ্টায় কলেজটি জাতীয়করণ হওয়ায় প্রধানমন্ত্রীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কলেজের অধ্যক্ষ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একটি উপজেলায় ৩টি কলেজ সরকারিকরণ হওয়া সহজ বিষয় নয়, আওয়ামী লীগ সরকার শিক্ষা বান্ধব সরকার। কলেজটি সরকারিকরণ করায় তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।