স্টাফ রিপোর্টার: বাংলাদেশ শারীরিক শিক্ষার শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার বার্ষিক আনন্দ ভ্রমণ সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী আলমডাঙ্গার হারদী ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট এরিয়ায় এ আনন্দ ভ্রমণ শুরু হয়। ট্রেনিং ইনস্টিটিউটের হলরুমে প্রথমে পবিত্র কোরআন তেলাওয়াত ও প্রয়াত শারীরিক শিক্ষার শিক্ষকদের রুহের মাগফেরাত কামনা করে ১ মিনিট নীরবতা ও দোয়া করা হয়। এরপর পরিচয় পর্ব শেষে উন্মুক্ত সাংগঠনিক আলোচনায় জেলার শারীরিক শিক্ষার শিক্ষকদের পক্ষ থেকে বিভিন্ন দাবী-দাওয়া তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসারের প্রতিনিধি আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারী। চুয়াডাঙ্গা জেলা শারীরিক শিক্ষার শিক্ষক সমিতির সভাপতি রউফুনাহার রিনার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা একাডেমির অধ্যক্ষ এনামুল হক, ব্রাইট মডেল স্কুলের অধ্যক্ষ আব্দুল আলীম, ক্রীড়াবিদ ওয়ালিউল্লাহ সিদ্দিক, ওবায়দুল হক জোয়ার্দ্দার, সমিতির আলমডাঙ্গা উপজেলা সভাপতি মোহাম্মদ আলী সিদ্দিক ও দামুড়হুদা উপজেলা সভাপতি আবুল হোসেন। এছাড়া সমিতিভুক্ত জেলার সকল স্কুল-মাদরাসার শারীরিক শিক্ষার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন বাংলাদেশ শারীরিক শিক্ষার শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক ইসলাম রকিব। সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র ও সকল শিক্ষকদের মধ্যে ট্রাউজার-ট্রাকসুট বিতরণ করা হয়।