চুয়াডাঙ্গার বিভিন্ন স্কুলে বিদায় ও বরণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার বিভিন্ন স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার আলমডাঙ্গা, জীবননগর ও দামুড়হুদা উপজেলার বেশ কয়েকটি স্কুলে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা ভালোভাবে পড়ালেখা করে বাবা-মায়ের মুখ উজ্জ্বল করবে। বয়ে আনবে বিদ্যালয়ের সুনাম। দেশজুড়ে বিভিন্ন জেলায় চাকরি করবে লেখাপড়ে শেষে। মুক্তিযুদ্ধের চেতনায় তোমাদের জীবন গড়তে হবে। জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আগে নিজেকে সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
দামুড়হুদা ব্যুরো জানিয়েছে, দামুড়হুদার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে নবাগতদের বরণ এবং এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জানানো হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দামুড়হুদার পাটাচোরা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। পাটাচোরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীন, নওগাঁ আত্রায় ডিগ্রি কলেজের অধ্যক্ষ দীন মোহাম্মদ ও জেলা পরিষদ সদস্য দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফ। উপস্থিত ছিলেন ওয়ার্ড আ.লীগ সভাপতি হুরমত আলী, ইউপি সদস্য কুতুব উদ্দীন, ম্যানেজিং কমিটির সভাপতি মোশারফ হোসেন, সদস্য বাবুর আলী, আনোয়ার পারভেজ, আক্তাদির রহমান, তাহের আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক আবু বকর, সহকারী প্রধান শিক্ষক আব্দুল আলিম, সহকারী শিক্ষক আবু বকর, মোহাম্মদ আলী, শহিদুল্লাহ, মনিরুল ইসলাম, মনিরা পারভীন, শরীফ উদ্দীন, ফারজানা সুলতানা, আব্দুস সালাম, সেলিম উদ্দীন যুবলীগ নেতা রফিকুল ইসলাম রফিক প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক জাফর আলী।
এদিকে বেলা ১১টার দিকে হোগলডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে নবাগতদের বরণ এবং এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জানানো হয়। হোগলডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি কাওছার আলী। বিশেষ অতিথি ছিলেন আ.লীগ নেতা হাজি রবিউল হোসেন, মসলেম উদ্দীন, কমরেড নূর মোহাম্মদ, শাহিন আলম, আশাদুল হক। উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক এনামুল হক, সহকারী শিক্ষক শিহাব উদ্দীন, আরিফ হোসেন, হাবিবুর রহমান, আকবর আলী, আফরোজা খাতুন, লুৎফর রহমান, ইয়াছিন আলী, নার্গিস খাতুন, হারুন অর রশিদ, ইনামুল হক। মানপত্র পাঠ করেন ১০ শ্রেণির ছাত্রী সাবিনা ইয়াসমিন। বিদায়ী ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে বক্তব্য রাখেন শাইলা খাতুন ও বারিক হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক আরিফ হোসেন।
এছাড়া বেলা ১২টার দিকে নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ে নবাগতদের বরণ এবং এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জানানো হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক আজিজ। বিশেষ অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সাবেক সহসভাপতি আ. ছাত্তার, ইস্রাফিল হোসেন, শাহিন ডাক্তার, শিক্ষক শেফালী খানম, আ. রাজ্জাক, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, দেলোয়ার হোসেন, সাদ আহম্মেদ, কামরুল ইসলাম, শাহিন, বিপ্লব, ছাত্রলীগ নেতা নাসিম ইকবাল। ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন ঋতু, জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, শ্রীমতি সুমিতা বালা, বিদায়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন রিফাত, আবু বকর, অমি, শাওন, নাগিব, নুসরাত, মৌমিতা। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক আহসান হাবীব।
কুড়–লগাছি প্রতিনিধি জানিয়েছেন, দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন পরীক্ষার্থীদের বিদায় এবং বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন। সহকারী প্রধান শিক্ষক হাসমত আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য দামুড়হুদা উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম হুমায়ুন কবীর, আলেয়া খাতুন, শামসুন নাহার তুলি, মাহমুদা খাতুন, সঞ্চিতা রানী, শামসুন নাহার হীরা, নাসরীন আক্তারী, সুমিতা খাতুন, শারমীন আক্তার, আরিফুল ইসলাম, হাসান আলী, সাইদুর রহমান, খোরশেদ আলম, আব্দুস সালাম, আব্দুর রাজ্জাক, রফিকুল ইসলাম, কামাল হোসেন, হাফিজুর রহমান।
কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের তালসারি মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠান শুরু হয়। প্রধান শিক্ষক শাহানারা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও নাটুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হামিদুল্লাহ বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, ইউপি সদস্য কলিমউদ্দিন, শিক্ষক আক্তারুজাম্মান বাবু, আলাউদ্দিন, শহিদুল ইসলাম, মো. মইনুদ্দিন, সানোয়ার হোসেন, দলিলুর রহমান, নার্গিস আরা, গুলফাম খাতুন, অভিভাবক সদস্য আওয়ামী লীগ নেতা সবুর মেম্বার, মফিদুল ইসলাম, ডা. সাইদুর রহমান, নিলুফার ইয়াসমিন, জহির উদ্দিন, এসকেন আলী ও শিক্ষার্থীরা। আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গার নাগদাহ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণির ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নাগদাহ মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মাসুদউজ্জামান লিটু বিশ্বাস, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আরশাদ উদ্দিন আহমেদ চন্দন, কার্যনির্বাহী সদস্য নজরুল ইসলাম জোয়ার্দ্দার (সোনা মিয়া) ও নাগদাহ ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন নাগদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন বিশ্বাস, সাধারণ-সম্পাদক মতিয়ার রহমান হায়াত, কার্যনিবার্হী কমিটি সদস্য বিপুল জোয়ার্দ্দার, সাংগঠনিক সম্পাদক বেল্টু ম-ল, সদস্য মসলেম উদ্দিন, সহ-সভাপতি আব্দুল খালেক, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, যুবলীগ নেতা শুভ, দুদু, আলমিন, হযরত, হিরো, সবুজ আতিয়ার, হাসু, রাজন, লিটন, হাসান, রুবেল। ছাত্রলীগ নেতা তামিম, রতন, মাসুদ, নিরব, সজীব, টুটুল, বাবু, স্বাধীন।
বাড়াদী প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার এনায়েতপুর বাড়াদী আলহাজ মীর খোস্তার আলি মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান সভাপতিত্ব করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হাসিবুল হক মেম্বার। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল বারী। বিশেষ অতিথি ছিলেন বাড়াদী ইউপি চেয়ারম্যান মাসুদ পারভেজ, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে কোরআন তেলওয়াত, গান, নাচ, কৌতুক নবীনদের বরণ ও বিদায়ী ছাত্র-ছাত্রীদের বিদায় দেয়ার মধ্যদিয়ে শেষ হয় এ অনুষ্ঠান। প্রধান শিক্ষক শফি উদ্দীনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেখ আমিন উদ্দীন মেম্বার, মেম্বার সালমা খাতুন, রেজাউল মেম্বার, আবুল কাশেম, হান্নান ম-ল, ছানোয়ার মেম্বার, লাল্টু, গোলাম মাহবুব, মাসুম, তরিকুল, বদর প্রমুখ।
হাসাদাহ প্রতিনিধি জানিয়েছেন, জীবননগর উপজেলার মাধবপুর ইসলামিয়া দাখিল মামরাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায়-বরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মাদরাসা মাঠ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। মারাসার তত্ত্বাবধায়ক মাও. তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি অতিথি ছিলেন মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি সামসুল হক বিশ্বাস। বক্তব্য রাখেন শিক্ষক মাও. আবুল কাশেম, মাধবপুর বিসিকেএমপি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বজলুর রহমান। শিক্ষক খাজা মহাম্মদ কুতুব উদ্দীন, খাদিমুল ইসলাম, আব্দুল মমিন, মনিরুজ্জামান, আব্দুল মান্নান, আব্দুল হান্নান, শিক্ষিকা ফরিদা খাতুন, আরাবুল খাতুন, রানি খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাও. আজিজুর রহমান।