মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগরে তথ্য সেবা কেন্দ্রের উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় মুজিবনগর শেখ হাসিনা চত্বরে ডিজিটাল বাংলাদেশ গড়তে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) বাস্তবয়নের লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়াজন করা হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. উসমান গনি। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আতাউল গনি। এসময় উপস্থিত ছিলেন বাগোয়ান ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়ূব হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রব ও প্রাথমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা তথ্য আপা তানিয়া খন্দকার।