শিক্ষার মান বৃদ্ধিতে শিক্ষক অভিভাবকের দায়িত্বশীল হওয়ার তাগিদ
স্টাফ রিপোর্টার: ‘বর্তমান সরকার সকলের জন্য শিক্ষা নিশ্চিত করতে একের পর এক যে কর্মসূচি পালন করে চলেছে; তা বিশ্বের দরবারে এখন অনুকরণীয় হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার মান বৃদ্ধিতে শিক্ষক ও অভিভাবক সমাজ আন্তরিক হলে উন্নত জাতি হিসেবে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। সে লক্ষে সকলকে একযোগে কাজ করতে হবে।’
চুয়াডাঙ্গার কাথুলী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির নবাগত ছাত্র-ছাত্রীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল মান্নান নান্নু উপরোক্ত মন্তব্য করেন। গতকাল বুধবার সকাল ১০টায় অনুষ্ঠিত বিদায় ও নতুন ছাত্র-ছাত্রীদের বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজুর রহমান নিপুল ও সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন রতন। সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি জিনারুল ইসলাম। বিদ্যালয়সূত্র এসব তথ্য জানিয়ে বলেছে, সার্বিক তত্ত্বাবধানসহ স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাহারুল ইসলাম। বাবলুর রহমান, সহপ্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, আরিফুল ইসলাম, আলী হোসেন, আব্দুল আজিজসহ এলাকার সুধীবৃন্দের মধ্যে ইউপি সদস্য ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত থেকে আয়োজনকে সফল করে তোলেন। এদের মধ্যে ইদ্রিস আলী, নূর জামাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের অন্যতম। সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সহশিক্ষক জাহিদুল ইসলাম।